চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় ২ নভেম্বর সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিয়েছে, চীন সার্বিকভাবে গ্রামীণ চিকিত্সা নিশ্চয়তা ব্যবস্থা গড়ে তুলবে। ২০১০ সাল নাগাদ গ্রামীণ চিকিত্সা নিশ্চয়তা ব্যবস্থায় প্রায় সকল গ্রামবাসীকে অন্তর্ভুক্ত করা হবে।
চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত চীনের পল্লী অঞ্চলের প্রাথমিক পর্যায়ের স্বাস্থ্য ও চিকিত্সা উন্নয়ন সংক্রান্ত আন্তর্জাতিক সেমিনার ২ নভেম্বর পেইচিংয়ে শেষ হয়েছে। সেমিনারে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিশ্রুতি দিয়েছে যে, চীন সরকারের পরিচালনায় সরকারী অর্থের সমর্থনে অধিবাসীদের অংশগ্রহণ ফি সংগ্রহের মাধ্যমে তহবিল তৈরির চেষ্টা চালাবে। অর্থনীতি উন্নয়নের পাশাপাশি ধাপে ধাপে চীনের চিকিত্সা নিশ্চয়তার মানও উন্নত হবে। গ্রামাঞ্চল এবং দূরবর্তী অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর চিকিত্সা ও ত্রাণ ব্যবস্থা সুসম্পন্ন হবে এবং মৌলিক চিকিত্সা সমস্যার সমাধান হবে।
চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় "পেইচিং প্রস্তাব" প্রকাশ করেছে। এতে গ্রামাঞ্চল ও প্রত্যন্ত অঞ্চলের চিকিত্সা ব্যবস্থা উন্নয়নের ওপর গুরুত্ব দেয়া, প্রাথমিক পর্যায়ের স্বাস্থ্য ও চিকিত্সা সেবা নেটওয়ার্ক গড়ে তোলা, গ্রামীণ চিকিত্সার নিশ্চয়তা ব্যবস্থা সুসম্পন্ন করা এবং আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় জোরদার করার আহ্বান জানানো হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|