৩ নভেম্বরজাপানের আসাহি শিম্বুন পত্রিকার খবরে বলা হয় , ২ নভেম্বর সিউলে পত্রিকাটিকে দেয়া এক সাক্ষাত্কারে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রো মু হিউন বলেন , জাপানের প্রধানমন্ত্রী ফুকুদা ইয়াসুয়োদক্ষিণ কোরিয়া ও জাপানের বিরাজমান সমস্যার সমাধান করবেন বলে তিনি অপেক্ষায় আছেন ।
তিনি উল্লেখ করেন যে , দুদেশের মধ্যে ইয়াসুকুনি , ঐতিহাসিক পাঠ্যপুস্তক এবং তোকদোর ভূখন্ডের সমস্যা সহ নানা অমীমাংসিত সমস্যা রয়েছে । এই সব সমস্যার ব্যাপারেজাপানের কিছু ভাষা দক্ষিণ কোরিয়ার জন্য অস্বস্তিকরবিরক্তি করে । ফুকুদা ইয়াসুয়োভালভাবে বিবেচনা করে এই সব সমস্যা নিষ্পত্তি করবেন বলে তিনি আশা করেন । রো মু হিউন আরও বলেন , তিনি তাঁর কার্যমেয়াদে জাপান সফর করবেন না ।
কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সম্পর্কে তিনি বলেন , দক্ষিণ কোরীয় সরকার উত্তর কোরিয়ারপারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়াকে সহ্য করবে না । --চুং শাওলি
|