কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ৬ পক্ষীয় বৈঠকের মার্কিন প্রতিনিধি দলের নেতা , মার্কিন সহকারী পররাষ্ট্রসচিব ক্রিস্টোফারহিল ৩ নভেম্বর টোকিওতে বলেছেন , কোরিয়ার পারমাণবিক ব্যবস্থা নিষ্ক্রিয় করার কাজ ৫ নভেম্বর শুরু হবে ।
জাপানের কিয়োডো নিউজ হিলকে উদ্ধৃত করে বলেছে , কোরিয়ার ইয়োংবিয়ং পারমাণবিক ব্যবস্থা নিষ্ক্রিয়করণেরকর্মগ্রুপ ৪ নভেম্বর সেখানে পৌঁছবে এবং ৫ তারিখে আনুষঙ্কিককাজ শুরু করবে। তিনি বলেন , কর্মগ্রুপের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জ্বালানী চুল্লির বিকীরণ থেকে সৃষ্ট দূষণ দূর করার কাজ জোরদার করতে হবে ।
২ নভেম্বর টোকিওতে ৬ পক্ষীয় বৈঠকে অংশগ্রহণকারী জাপানী প্রতিনিধি দলের নেতা, জাপানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহা সাগর অঞ্চলবিষয়ক ব্যুরোর প্রধান কেনিচিরো সাসায়ের সঙ্গে ক্রিষ্টোফারহিল বৈঠক করেছেন । দু পক্ষ কোরিয়ার পারমাণবিক ব্যবস্থা নিষ্ক্রিয়করণের কাজ ও পারমাণবিক পরিকল্পনা দাখিল করার পদ্ধতি সহ নানা বিষয় নিয়ে পরামর্শ করেছে এবং ৬ পক্ষের প্রতিনিধি দলের নেতাদের নতুন বৈঠক ও পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন সম্পর্কে মত বিনিময় করেছ । --চুং শাওলি
|