চীনের তিব্বতী বিদ্যা ও সংস্কৃতি গবেষণা কেন্দ্রের গবেষক আনছাইতানের নেতৃত্বে চীনে এ বিষয়ের পন্ডিত, জীবিত বুদ্ধ প্রতিনিধি দল ২ নভেম্বর কানাডার ভাংকুভারে বৃটিশ কলম্বিয়াইউনিভার্সিটির এশিয়া গবেষনা ইনস্টিটিউটের তিব্বতী বিদ্যা ও সংস্কৃতি গবেষনারত শিক্ষক ও ছাত্রদের সঙ্গে আলোচনা করেছেন ।
আলোচনা সভায় দুপক্ষ নিজ নিজ গবেষণার বিষয় এবং অবস্থা বর্ণনা করেছে । আনছাইতান বলেন , চীনের তিব্বতী বিদ্যা ও সংস্কৃতি গবেষণা কেন্দ্র যেমন চীনের এক মাত্র রাষ্ট্রীয় গবেষণা সংস্থা তেমনি এটি বিশ্বে এ বিষয়ের বৃহত্তম গবেষনা কেন্দ্র। বিগত কয়েক বছরে গবেষণার ক্ষেত্রে কেন্দ্রটি ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে ।
প্রতিনিধি দলের সদস্যরা আলোচনা সভায় অংশগ্রহণকারী শিক্ষক ও ছাত্রদের সঙ্গে মত বিনিময় করেছেন । তারা বলেন , তারা মিলিতভাবে সহযোগিতা জোরদার করবেন, যৌথভাবেসম্পদ উপভোগ বাস্তবায়ন করবেন এবং তিব্বতী বিদ্যা ও সংস্কৃতি গবেষণার উন্নয়ন তরান্বিত করবেন ।
এই দিন বিকেলে প্রতিনিধি দলের সদস্যরা স্থানীয় গণ মাধ্যমকে তিব্বতের সমাজ , অর্থনীতি ও সংস্কৃতির নতুন উন্নয়ন , তিব্বতী ভাষার শিক্ষা এবং ধর্ম বিশ্বাসের নীতি সম্পর্কে ব্যাখ্যা করেছেন । --চুং শাওলি
|