.jpg)
যৌথ ইশতেহার প্রকাশের মধ্য দিয়ে শাংহাই সহযোগিতা সংস্থার প্রধানমন্ত্রী পরিষদের ষষ্ঠ সম্মেলন ২ নভেম্বর উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে শেষ হয়েছে।
ইশতেহারে বলা হয়, বিশকেক শীর্ষ সম্মেলনের সফলতা অনুযায়ী এবারের সম্মেলনে অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীরা শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর অর্থনীতি, পুজিঁ বিনিয়োগ, সংস্কার ও উদ্ভাবন, বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ব্যবস্থা অনুমোদন করেছেন। তাঁরা জ্বালানি, পরিবেশ সংরক্ষণ ও রেল পরিবহনসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ব্যাপারে মতৈক্যে পৌঁছেছেন। তা ছাড়া সদস্য দেশগুলোর প্রতিনিধি দলগুলো এই সংস্থার অর্থনৈতিক , বাণিজ্যিক ও সাংস্কৃতিক সহযোগিতা গভীরতর করা ছাড়াও জরুরী সমস্যা নিয়ে ধারাবাহিক আলোচনা করেছে।
একই দিন চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও সদস্য দেশগুলোর উদ্দেশ্যে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার করে এই অঞ্চলের মূল শক্তি অর্থ, সম্পদ, বাজার, প্রযুক্তি ও জনশক্তির সম্পূরক ও বিজ্ঞানভিত্তিক বন্টন বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
এ দিনে ওয়েন চিয়া পাও পৃথক পৃথকভাবে উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম কারিমোভ ও কাজাখস্তানের প্রেসিডেন্ট করিম মাসিমোভের সঙ্গে সাক্ষাত্ করেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|