জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য দেশ এবং জার্মানীর প্রতিনিধিরা ২ নভেম্বর লন্ডনে ইরানের পরমাণু সমস্যা নিয়ে বৈঠক করে পুনরায় আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধান করার কথা ঘোষণা করেছেন এবং ইরানকে গত বছরের জুন মাসে ছ'দেশের পক্ষ থেকে দেয়া প্রস্তাব গ্রহণ করার আহ্বান জানিয়েছেন ।
বৈঠকের পর ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ছ'দেশ আশা করে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহা-পরিচালক মোহামেদ আল বারাদেই নিরাপত্তা পরিষদের আগামী সম্মেলনের আগে ইরানের পরমাণু সমস্যা সংক্রান্ত রিপোর্ট পেশ করবেন এবং ই.ইউ.'র কূটনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধি হাভিয়ের সোলানাকে ইরানের পরমাণু আলোচনার প্রধান প্রতিনিধি হিসেবে অব্যাহতভাবে আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে। বিবৃতিতে বলা আরও হয়েছে, নভেম্বর মাসে সোলানা এবং বারাদেই'র পেশ করা রিপোর্টে বিভিন্ন পক্ষের চেষ্টার পরও ইতিবাচক ফলাফল অর্জিত না হলে, ছ'দেশের প্রতিনিধিরা নিরাপত্তা পরিষদে উত্থাপিত ইরানকে শাস্তি দেয়া সংক্রান্ত তৃতীয় সিদ্ধান্তের খসড়া গ্রহণ করবেন ।
একইদিনে মার্কিন নৌ বাহিনী উপকূলীয় অঞ্চল এবং সামুদ্রিক অঞ্চলে ধারাবাহিক সামরিক মহড়া দিয়েছে । মহড়ায় অংশ নেওয়া নৌ বাহিনীটি একটি বিমানবাহী জাহাজ, দুটি উভচর আক্রমণ জাহাজ এবং মার্কিন নৌ, বিমান ও স্থল বাহিনীর সদস্য আর চিকিত্সা কর্মীদের নিয়ে গঠিত । এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ব্রিটিশ রয়েল নৌ বাহিনী আগামী বছরের বসন্তকালে উপকূলীয় অঞ্চলে একটি নৌবহরপাঠাবে, এর মধ্যে একটি বিমানবাহী জাহাজ রয়েছে ।
(ছাও ইয়ান হুয়া)
|