v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-03 17:28:10    
ওয়েন চিয়া পাও'এর সঙ্গে উজিবেকিস্তান প্রধানমন্ত্রীরবৈঠক

cri
    চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও'এর সঙ্গে উজিবেকিস্তানের প্রধানমন্ত্রী শাভকাত মির্জিয়েভ ৩ নভেম্বর তাজখন্দে বৈঠক করেছেন । এ বৈঠকে দু'দেশের পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হয়েছেন ।

    ওয়েন চিয়া পাও বলেন, চীন ও উজিবেকিস্তানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর ১৫ বছরে দু'দেশের সম্পর্কের স্থিতিশীল উন্নতি হয়েছে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন ত্বরান্বিত হয়েছে । তিনি আরও বলেন, চীন সরকার উজিবেকিস্তানের সঙ্গে সম্পর্ককে গুরত্ব দিয়ে দেখে এবং উজিবেকিস্তানকে মধ্য-এশিয়ার একটি গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদার হিসেবে বিবেচনা করে । চীন পারস্পরিক মর্যাদাও আস্থা, পারস্পরিক কল্যাণ উভয়ের স্বার্থের জন্য অনুকূল যৌথ উন্নয়নের ভিত্তিতে সার্বিকভাবে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী ।

    ওয়েন চিয়া পাও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের বাণিজ্যের পরিমাণ দ্রুত বেড়েছে এবং অর্থনৈতিক সহযোগিতায় চমত্কার সুযোগ সৃষ্টি করেছে । তিনি আশা করেন, দু'পক্ষ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার এবং গভীর করার জন্য চেষ্টা চালিয়ে যাবে ।

    মির্জিয়েভ বলেন, উজিবেকিস্তান এক চীন নীতিতে বিশ্বাস করে এবং তাইওয়ান, তিব্বত সমস্যায় চীনকে সমর্থন করে । উজিবেকিস্তান চীনের সঙ্গে যৌথভাবে পূর্ব তুর্কিস্তান সন্ত্রাসীদের ওপর আঘাত হানা এবং মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধসহ নিরাপত্তা আইন চালু করার ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক , যাতে দু'দেশ ও আঞ্চলিক শান্তি সুরক্ষিত হয় । তিনি আরো বলেন, উজিবেকিস্তান আশা করে, আর্থ-বাণিজ্য, কৃষি, জ্বালানী সম্পদ ও রাসায়নিক শিল্প ক্ষেত্রে দু'পক্ষের সহযোগিতা সম্প্রসারিত হবে এবং সংস্কৃতি, শিক্ষা, পর্যটন ও জনগণের মধ্যে বিনিময় ত্বরান্বিত হবে ।

    দু'দেশের প্রধানমন্ত্রীরা শাংহাই সহযোগিতা সংস্থার ভূমিকা নিয়েও মত বিনিময় করেছেন । বৈঠকের পর তাঁরা দু'দেশের মধ্যে সরকারী অর্থনৈতিক কারিগরি সহযোগিতা চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন। দু'দেশের একটি যৌথ ইশতেহারও প্রকাশিত হয়েছে ।

    (ছাও ইয়ান হুয়া)