চীনের রাষ্ট্রীয় মহাকাশ ব্যুরোর মুখপাত্র পেই চাও ইয়ু ১ নভেম্বর পেইচিংএ জানান, চীন ১২২জন বিশেষজ্ঞকে নিয়ে গঠিত চাঁদ অনুসন্ধানকারী প্রকল্পের বিজ্ঞান ও প্রয়োগ সংক্রান্ত একটি বিশেষজ্ঞ কমিশন প্রতিষ্ঠা করেছে। তাদের মধ্যে আট জন চীনের হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসন অঞ্চল থেকে এসেছেন।
এক সূত্র থেকে জানা গেছে, এই কমিশনের বিশেষজ্ঞরা মহাশূন্য , ভূতত্ব , পরিমাপ সহ বিভিন্ন ক্ষেত্র থেকে এসেছেন। ছাংও ১ উপগ্রহের উপাত্তকে যথাসাধ্যভাবে কাজে লাগানো এই কমিশনের প্রধান উদ্দেশ্য। তিনি বলেন, চীন সব সময় " শান্তিপূর্ণভাবে মহাকাশকে কাজে লাগানোর" মূলনীতি অনুসরণ চলতে থাকে। চাঁদ অনুসন্ধাণকারী প্রকল্পে যে প্রকল্প ও বিজ্ঞানের লক্ষ্যবস্তু নির্ধারন করা হয়েছে তাতে সামরিক ক্ষেত্রের সঙ্গে কোন উপাদান অন্তর্ভুক্ত হয় না। তিনি সঙ্গে সঙ্গে বলেন, চীনের এই প্রকল্প এবং এই প্রকল্পের লক্ষ্যবস্তু এবং প্রধান গবেষণা ইউনিট ও গবেষণা প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অগ্রগতি বিশ্ব সম্প্রদায়ের কাছে উন্মুক্ত হবে।
|