২ নভেম্বর সকাল ১০টা ৩৩ মিনিটে পেইচিং মহাকাশ উড্ডয়ন কেন্দ্রের নিয়ন্ত্রণেচীনের প্রথম চাঁদ অনুসন্ধানকারী উপগ্রহ ছাংও ১ সফলভাবে কক্ষপথে তার পরিভ্রমণ সংশোধন করেছে।
একই দিন সকাল ১০টা ২৫ মিনিটে ভু কেন্দ্রের নিয়ন্ত্রণে উপগ্রহের দুটো ছোট ইন্জিনে সফলভাবে বিস্ফোরনের মধ্য দিয়ে উপগ্রহের পরিভ্রমণ সংশোধন করা হয়। ১০টা ৩৩ মিনিটে এনজিন বন্ধ হয়। উপগ্রহ তার প্রথম বার কক্ষপথের পরিভ্রমণ সংশোধন সম্পাদন করেছে। বিভিন্ন উপাত্ত থেকে জানা গেছে, এবারের সংশোধন পুর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হয়েছে।
|