|
 |
(GMT+08:00)
2007-11-02 19:58:27
|
চীনে জাতি সংঘের প্রথম গণ শিক্ষার গুণগতমান পযর্বেক্ষণের যোগাযোগ কেন্দ্র স্থাপিত
cri
২ নভেম্বর চীনের পঞ্চম হাংযৌ আন্তর্জাতিক শিক্ষা ও উদ্ভাবন বিষয়ক সম্মেলন থেকে জানা গেছে, ইউনেস্কো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে , " চীনের হাংযৌ আন্তর্জাতিক শিক্ষা ও উদ্ভাবনবিষয়ক সম্মেলন" ইউনেস্কোর একটি নিয়মিত সম্মেলনে পরিণত হবে। এর পাশাপাশি হাংযৌ শহরের অধীস্থবিভাগগুলোতে ইউনেস্কোর প্রথম গণ শিক্ষার গুণগতমান পযর্বেক্ষণ কেন্দ্র স্থাপিত হবে। এই কেন্দ্র ছাত্র-ছাত্রীদের ওপর প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তারকরা নানা ধরনের সমস্যা পযর্বেক্ষণ করা হবে। যাতে শিক্ষার চালিকাশক্তি আরও গতিশীল ও শিক্ষার গুণগতমান ক্রমাগতউন্নত করার বিজ্ঞানসম্মত পথ খুঁজে করা যায়।
২০০৩ সাল থেকে এই সম্মেলনের শুরু। আগামী বছর থেকে প্রতি বছর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
|
|
|