 চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ২ নভেম্বর দুপুরে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে পৌঁছেছেন। তিনি সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর প্রধানমন্ত্রী সম্মেলনের ষষ্ঠ অধিবেশনে অংশ নেবেন।
বিমান বন্দরে এক ভাষণে তিনি বলেছেন, সফরকালে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর নেতৃবৃন্দের সঙ্গে গত আগষ্ট মাসে সাংহাই সহযোগিতা সংস্থার বিশকেক শীর্ষ সম্মেলনে সম্পাদিত মতৈক্যের বাস্তবায়ন ও বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা উন্নয়নের বিষয়ে আলোচনা করবেন। তিনি উজবেকিস্তানের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। দু'দেশের নেতৃবৃন্দ চীন-উজবেকিস্তান ঐতিহ্যিক মৈত্রী জোরদার, বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতা বাড়ানো এবং অন্যান্য অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে গভীরভাবে মত বিনিময় করবেন।
ছাই ইউয়ে
|