কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সম্পর্কিত ছ'পক্ষীয় বৈঠকের মার্কিন প্রতিনিধি দলের নেতা ও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল ৩ নভেম্বর সিউলে বলেন, কোরীয় উপদ্বীপে শান্তি স্থাপন সম্পর্কিত আলোচনা উত্তর কোরিয়ায় অস্ত্রমুক্তকরণ বাস্তবায়নের পর আয়োজন করা উচিত।
হিল এদিন ছ'পক্ষীয় বৈঠকের দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের নেতা ছুন ইউং উ'র সঙ্গে বৈঠকের পর বলেছেন, উত্তর কোরিয়ায় অস্ত্রমুক্তকরণ বাস্তবায়নের আগে যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপে শান্তি স্থাপন সম্পর্কে কোন উপসংহার টানবে না। উত্তর কোরিয়া তার পরমাণু স্থাপন নিষ্ক্রিয়করণ এবং পরমাণু পরিত্যাগ করার পর যুক্তরাষ্ট্র শান্তি সম্পর্কিত আলোচনার প্রস্তুতি নেবে।
হিল তাঁর পেইচিং সফর শেষে ১ নভেম্বর দক্ষিণ কোরিয়ায় পৌঁছান। ২ নভেম্বর থেকে তাঁর জাপান সফর করার কথা। (লিলি)
|