চীনের জাতীয় পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০২ সালে চীনের কমিউনিষ্ট পার্টির ১৬ তম জাতীয় কংগ্রেস শুরু হওয়ার পর থেকে চীনা কৃষকদের আয় দ্রুতভাবে বেড়ে চলেছে। বিশেষ করে গত তিন বছরের মধ্যে প্রতি বছরই কৃষকদের মাথাপিছু আয় বৃদ্ধির হার তিন'শ ইউয়ান রেনমিনপি ছাড়িয়ে গেছে।
পরিসংখ্যান থেকে জানা গেছে, চীনা কৃষকদের মাথাপিছু নিট আয় বৃদ্ধির হার ২০০২ সালের ৪.৮ শতাংশ থেকে ২০০৬ সালে এসে ৭.৪ শতাংশে দাঁড়িয়েছে।
*হোপেই প্রদেশ জনগণের চিকিত্সা সমস্যা সমাধানের জন্য সাম্প্রতিক বছরগুলোতে সারা প্রদেশের স্বাস্থ্য বিভাগগুলোতে "চিকিত্সার ক্ষেত্রে জনগণের কল্যাণমূলক প্রকল্প"চালিয়ে আসছে। হোপেই প্রদেশ সত্যিকারভাবে চিকিত্সা সেবায় চিকিত্সা সংস্থার তত্ত্বাবধান জোরদার করছে এবং জনগণকে উচ্চ গুণগত মানসম্পন্ন কিন্তু কম ফি সম্পন্ন সেবা যোগানোর প্রচেষ্টা চালাচ্ছে। (লিলি)
|