শ্রীলংকা সফররত বিশ্ব ব্যাংকের উপ গভর্ণর গ্রায়েম হুইলার পয়লা নভেম্বর কলোম্বয় বলেছেন, শ্রীলংকার জাতীয় সংঘর্ষ হচ্ছে তার অর্থনৈতিক উন্নয়নের প্রধান বাধা। এ সংঘর্ষের অবসান হলে শ্রীলংকা তার অর্থনৈতিক উন্নয়নের সুপ্ত শক্তি প্রদর্শনে সক্ষম হবে।
হুইলার বলেন, শ্রীলংকা সরকারের উচিত স্বদেশের উন্নয়নের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা। বিশ্ব ব্যাংক অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্যে শ্রীলংকা সরকারকে সাহায্য দিতে ইচ্ছুক। শ্রীলংকা সরকার এবং বিশ্ব ব্যাংক সাংঘর্ষিক অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক শৃঙ্খলা পুনঃস্থাপনে সহযোগিতা চালিয়েছে বলে হুইলার সন্তুষ্টি বোধ করেন। তিনি বলেন, ভবিষ্যতে বিশ্ব ব্যাংক শ্রীলংকার অর্থনৈতিক উন্নয়নে সহায়তা বাড়বে। (লিলি)
|