ভিক্টোর ইউশেনকো ১৯৫৪ সালের ২৩ ফেব্রুয়ারী ইউক্রেনে জন্মগ্রহণ করেন। তিনি টের্নোপিল অর্থ একাডেমি থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। ১৯৭৫ সালে তিনি সেনা বাহিনীতে দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে তিনি প্রাক্তন সোভিয়েত ইউনিয়ানের জাতীয় ব্যাংকের ইউক্রেন শাখা ব্যাংকের কৃষি ঋণ বিভাগের উপপরিচালক ও অর্থনৈতিক পরিকল্পনা বিভাগের পরিচালক ছিলেন। ১৯৯১ সালের আগষ্ট মাসে ইউক্রেন স্বাধীন হওয়ার পর তিনি ইউক্রেন কৃষি ব্যাংকের স্থায়ী ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালের জানুয়ারী মাসে তিনি ইউক্রেন জাতীয় ব্যাংকের ডিরেক্টর জেনারেল নির্বাচিত হন। ১৯৯৭ সালের ফেব্রুয়ারী মাসে তিনি ইউক্রেনের জাতীয় ব্যাংকের মহাপরিচালক নির্বাচিত হন। তিনি হন ইউক্রেনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থার সঙ্গে আলোচনার মূল ব্যক্তি।
১৯৯৯ সালের নভেম্বর মাসে ইউশেনকো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সরকার ও সংসদের মধ্যে মতভেদের জন্য ২০০১ সালের ২৬ এপ্রিল ইউক্রেনের সংসদে ইউশেনকো সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়েছে। ইউশেনকো পদ ত্যাগ করেন। এরপর তিনি দক্ষিণপন্থী লীগ 'আমাদের ইউক্রেন' প্রতিষ্ঠা করেন। ২০০২ সালের ৩১ মার্চ ইউক্রেনের সর্বোচ্চ সোভিয়েত নির্বাচনে আমাদের ইউক্রেন ইউক্রেনের সংসদের সর্বোচ্চ দল নির্বাচিত হয়।
২০০৪ সালের অক্টোবর মাসে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হন। ২০০৫ সালের ১০ জানুয়ারী ইউক্রেনের কেন্দ্রীয় নির্বাচন কমিটি ইউশেনকোকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ঘোষণা করে। ইউশেনকো শতকরা ৫১.৯৯ ভাগের ভোটে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২৩ জানুয়ারী তিনি ইউক্রেনের চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করনে।
ছাই ইউয়ে
|