v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-02 16:54:58    
ওয়েন চিয়া পাও রুশ সংবাদ-মাধ্যমের সাক্ষাত্কার গ্রহণ করেছেন

cri
   চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও রাশিয়ায় রাষ্ট্রীয় সফর শুরু করার আগে রুশ বার্তা সংস্থা--ইতার-তাস এবং ইন্টারফ্যাক্স বিষয়ক সংবাদদাতাদের সাক্ষাত্কার দিয়েছেন। সাক্ষাত্কারে তিনি চীন ও রাশিয়ার সম্পর্ক, দু'পক্ষের বিভিন্ন ক্ষেত্রের আদান প্রদান ও সহযোগিতা এবং শাং হাই সহযোগিতা সংস্থার ভূমিকা জোরদার করার লক্ষ্যসহ বিভিন্ন বিষয় বর্ণনা করেছেন।

    ওয়েন চিয়া পাও বলেন, চীন ও রাশিয়ার কৌশলগত অংশীদারি সম্পর্ক উন্নয়নে এপর্যন্ত ১০ বছর লেগেছে। গতবছর ও চলতি বছর দু'দেশে পৃথক পৃথকভাবে রাষ্ট্রীয় বর্ষ অনুষ্ঠিত হয়। যার ফলে চীন ও রাশিয়ার কৌশলগত অংশীদারিত্বপূর্ণ সম্পর্কেরবিষয়টি পুনরায় সমৃদ্ধ হয়েছে। বর্তমানে চীন ও রাশিয়ার সম্পর্ক একটি উপযুক্ত সময়ে প্রবেশ করেছে। তিনি বলেন, চীন ও রাশিয়ার উভয়ের নেতৃবন্দের মধ্যে বিনিময় এবং বিভিন্ন পর্যায় ও ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে পারস্পরিক আস্থা জোরদার করা উচিত। যাতে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একে অপরকে অব্যাহতভাবে সহায়তা করতে পারে ।

    তিনি আরো বলেন, চীন ও রাশিয়া অর্থ-বাণিজ্যিক , বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, সংস্কৃতি, জ্বালানি সম্পদ এবং পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করবে। একই সঙ্গে দু'পক্ষ শাং হাই সহযোগিতা সংস্থা, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও সহযোগিতামূলক সম্পর্ক ঘনিষ্ঠ করবে। এবারের রাশিয়ার সফর চীন ও রাশিয়ার কৌশলগত অংশীদারি সম্পর্ক উন্নয়নে তিনি আস্থাবান।

    শাং হাই সহযোগিতা সংস্থার ভূমিকা পালন সংক্রান্ত আলোচনায় ওয়েন চিয়া পাও আরো বলেন, বাস্তবতা থেকে প্রতিফলিত হয় যে, এ সংস্থা গঠন খুবই সঠিক এবং প্রয়োজনীয়। রাশিয়াসহ মধ্য-এশিয়ার সদস্য দেশগুলোর সঙ্গে আঞ্চলিক সহযোগিতা ত্বরান্বিত করার জন্য চীন প্রচেষ্টা চালাতে আগ্রহী। --ওয়াং হাইমান