২ নভেম্বর চীনের জাতীয় বার্তা সংস্থা সিনহুয়া বার্তা সংস্থার একটি নিবন্ধে বলা হয়েছে , তেং সিয়াও পিংয়ের নেতৃত্বে পরিচালিত চীনা কমিউনিস্ট পার্টির দ্বিতীয় প্রজন্মের কেন্দ্রীয় নেতৃবর্গ হচ্ছে চীনের মহান সংস্কার ও উন্মুক্তকরণের সূচনাকারী ।
চীনা কমিউনিস্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসে সাধারণ সম্পাদক হু চিন থাওয়ের দাখিল করা প্রতিবেদনে বলা হয় , চীনা কমিউনিস্ট পার্টির দ্বিতীয় প্রজন্মের কেন্দ্রীয় নেতৃবর্গ চীনের মহান সংস্কার ও উন্মুক্তকরণের সূচনা করেছেন । এ প্রসংগে সিনহুয়া বার্তা সংস্থার এ নিবন্ধে বলা হয় , চীনের নতুন সময়পর্বের নতুন পরিস্থিতির সূচনা করার লক্ষ্যে এ নেতৃবর্গ নিজের পথ অনুসরণ করে চীনের নিজস্ব বৈশিষ্টের সমাজতন্ত্র গঠনের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন এবং তেং সিয়াও পিং তত্ত্ব সমাজতন্ত্রের প্রাথমিক পর্যায়ে পার্টির মৌলিক লাইন সুপ্রতিষ্ঠিত করেছেন । এতে প্রতিফলিত হয়েছে যে , পার্টির দ্বিতীয় প্রজন্মের কেন্দ্রীয় নেতৃবর্গ যেমন চীনের নতুন সময়পর্বের সংস্কার ও উন্মুক্তকরণের সূচনাকারী , তেমনি চীনের নিজস্ব বৈশিষ্টের সমাজতন্ত্র সংক্রান্ত তত্ত্ব ও সমাজতন্ত্রের প্রাথমিক পর্যায়ে পার্টির মৌলিক লাইনের স্থপতি ।
|