২০১০ ও ২০১৫ সালে চীনের জাহাজ নির্মাণের পরিমাণ ২.৩ এবং ২.৮ কোটি টন হবে বলে মনে করা হচ্ছে । এর পাশা পাশি শাং হাই এবং ছিং তাওসহ কয়েকটি স্থানে সমুদ্রগামী জাহাজ নির্মাণ কেন্দ্রও প্রতিষ্ঠিত হবে।
চীনে জাহাজ নির্মাণ সংক্রান্ত দীর্ঘমেয়াদী কর্মসূচী গ্রহণ করা হয়েছে।২০১৫ সাল নাগাদ শাংহাই ছাং সিং, ছিং তাও হাই সি ওয়ান, কুয়াং চৌ লুং সুয়ে এবং তা লিয়ানে সমুদ্রগামী বড় আকারের জাহাজ নির্মাণের কেন্দ্র স্থাপন করা হবে বলে পরিকল্পনা করা হচ্ছে। ১ নভেম্বর চীনের থিয়ান চিন শহরে অনুষ্ঠিত " আন্তর্জাতিক নৌপরিবহন বার্ষিকী" উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিটির উপপ্রধান চাং কুও পাও এ কথা বলেন।
সাম্প্রতিক বছরগুলোয় চীনের জাহাজ নির্মাণ শিল্পপ্রতিষ্ঠানের দ্রুত উন্নয়ন হয়েছে। তেল , কার্গো কন্টেইনার এবং মালবাহী জাহাজ নির্মাণ বাজারের প্রধান অবস্থানে উঠে এসেছে।
এক পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০৬ সালে চীনের জাহাজ নির্মাণের মোট পরিমাণ হচ্ছে ১.৪৫ কোটি টন।--ওয়াং হাই মান
|