মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তার নেতৃত্বাধীন ৯জনের একটি পরমাণু বিশেষজ্ঞ গ্রুপ ১ নভেম্বর উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং-এ পৌঁছেছে। এটা হচ্ছে ১১ অক্টোবর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়ংবিয়ং-এ পরমাণু স্থাপনা নিশ্ক্রিয়করণ কাজে উত্তর কোরিয়ায় পাঠানো তৃতীয় বিশেষজ্ঞ গ্রুপ।
বিশেষজ্ঞ গ্রুপের প্রধান, মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ কোরিয় বিভাগের পরিচালক সাং কিম উত্তর কোরিয়ায় যাওয়ার আগে বলেছেন, বিশেষজ্ঞ গ্রুপের লক্ষ্য হচ্ছে উত্তর কোরিয়ার পরমাণু স্থাপনার নিশ্ক্রিয়করণ কাজ যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা। অনুমান করা যাচ্ছে, আগামী সপ্তাহের প্রথম দিকে বিশেষজ্ঞ গ্রুপ ইয়ংবিয়ং-এ তাদের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবে। (খোং চিয়া চিয়া)
|