 ৩১ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদের ৬২তম অধিবেশনে আলোচনার মাধ্যমে 'অলিম্পিক গেমসের জন্য সাময়িকভাবে যুদ্ধ বন্ধ রাখার প্রস্তাব' গৃহীত হয়েছে। চীন এ প্রস্তাব উত্থাপন করেছে ও ১৮৬টি জাতিসংঘের সদস্য দেশ তাতে স্বাক্ষর করেছে।
এ প্রস্তাবে বিভিন্ন সদস্য দেশ 'জাতিসংঘ সংবিধানের' কাঠামোয় পেইচিংয়ে অনুষ্ঠেয় 'একটি বিশ্ব, একটি স্বপ্ন' প্রসঙ্গে ২৯তম অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমস আয়োজনের সময় অলিম্পিক গেমসের জন্য যুদ্ধ সময়িকভাবে যুদ্ধ বন্ধ রাখার নিয়ম মেনে চলা এবং ক্রীড়ার মাধ্যমে শান্তি, সংলাপ ও সমঝোতা ত্বরান্বিতের আহ্বান জানিয়েছেন।
এদিন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর সদস্য, পেইচিং শহরের কমিউনিস্ট পার্টির সম্পাদক ও পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান লিউ ছি জাতিসংঘের সাধারণ পরিষদের ৬২তম অধিবেশনে এ প্রস্তাবের খসড়া উত্থাপন কারণ। তিনি বলেছেন, শান্তি ও উন্নয়ন হল বর্তমান বিশ্বের দু'টি প্রধান বিষয়। কিন্তু আঞ্চলিক সংকট এখনো শেষ হয়নি ও আঞ্চলিক সংঘাত প্রায়শঃই ঘটছে। বিশ্বের শান্তিপূর্ণ অবস্থান সুরক্ষার প্রক্রিয়াটি কঠিন। লিউ ছি বলেছেন, অলিম্পিক গেমসের জন্য সময়িকভাবে যুদ্ধ বন্ধ রাখা শুধু যে অলিম্পিক গেমসের ধারণা তা নয়, বরং সারা বিশ্বের শান্তির জন্য জনগণের অভিন্ন আকাংখা।
ছাই ইউয়ে
|