v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-01 19:26:36    
চীনের সরকারী শিল্প-প্রতিষ্ঠানগুলো জ্বালানী সম্পদ সাশ্রয় ও নিঃসরণ কমানো দ্রুততর করছে

cri

সাম্প্রতিক কয়েক বছরে চীনের অর্থনীতি দ্রুতভাবে উন্নীত হচ্ছে। কিন্তু অর্থনীতির উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার মধ্যে মতভেদ ক্রমান্বয়ে স্পষ্ট হচ্ছে। এ মতভেদ সমাধানের জন্য চীন জ্বালানী সম্পদ সাশ্রয় ও দুষিত নিঃসরণ কমানোর মধ্য পর্যায়ের লক্ষ্য প্রণয়ন করেছে। যাতে অর্থনীতি ও সমাজের অবিরাম উন্নয়ন বাস্তবায়ন করা যায়। চীনের অর্থনীতি উন্নয়নের প্রধান শক্তি হিসেব চীনের বৃহত্ সরকারী শিল্প-প্রতিষ্ঠানগুলো ইতিবাচকভাবে জ্বালানী সাশ্রয় ও নিঃসরণ কমানো দ্রুততর করে। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের কাছে এ সম্পর্কে কিছু বলবো।

চীন সরকারের লক্ষ্য হল ২০১০ সাল পর্যন্ত চীনের জিডিপির জ্বালানী ক্ষয় ২০০৫ সালের চেয়ে শতকরা ২০ ভাগ ও প্রধান দুর্ষণ নিঃসরণের মোট পরিমাণ শতকরা ১০ ভাগ কমানো। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য চীন ধারাবাহিক জনগণ জ্বালানী সম্পদ সাশ্রয় ও নিঃসরণ কমানোর তত্পরতা চালায়। গত বছরে চীনের জ্বালানী ক্ষয় ২০০৩ সাল ধরে প্রথম কম হয়েছে। প্রধান দুষিত নিঃসরণ অনেক কম হয়েছে। ২০০৭ সালের প্রথমার্ধে বছরে চীনের জ্বালানী ক্ষয় আরো প্রায় শতকরা ৩ ভাগ কমেছে।

গত আগষ্ট মাসের শেষ দিকে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির উপপরিচালক সিয়ে চেনহুয়া জ্বালানী সম্পদ সাশ্রয় ও নিঃসরণ কমানো সংক্রান্ত একটি ফোরামে বলেছেন, বর্তমানে চীনের জ্বালানী সম্পদ সাশ্রয় ও নিঃসরণ কমানোর বিভিন্ন ব্যবস্থা ভূমিকা পালন করছে। কিন্তু চীনের জ্বালানী সাশ্রয় ও নিঃসরণ কমানোর পরিস্থিতি আরো কঠোর। তিনি বলেছেন,

(রে ১)

'সম্প্রতি আমরা প্রধানত পাঁচটি কাজ করবো। এক, জ্বালানী সম্পদ সাশ্রয় ও নিঃসরণ কমানোর লক্ষ্যের দায়িত্ব পরীক্ষা। দুই, দৃড়ভাবে জ্বালানী সম্পদ বেশি ব্যবহৃত ও দুষিত গ্যাস বেশি নিঃসরিত শিল্পের বাড়ানো প্রতিরোধ করা। তিন, অনগ্রস শিল্প-প্রতিষ্ঠানগুলোর বন্ধ দ্রুততর করা। চার, জ্বালানী সম্পদ সাশ্রয় ও নিঃসরণ কমানোর গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন দ্রুততর করা। পাঁচ, গুরুত্বপূর্ণ শিল্প ও ক্ষেত্রে জ্বালানী সাশ্রয় ও নিঃসরণ কমানোর কাজ ত্বরান্বিত করা।'

তিনি মনে করেন, চীনের শিল্প-প্রতিষ্ঠানগুলোর উচিত জ্বালানী সম্পদ সাশ্রয় ও নিঃসরণ কমানো ত্বরান্বিত করা।

গত আগষ্ট মাসের শেষ দিকে চীনের জাতীয় পুঁজি তত্ত্বাবধান ও পরিচালনা কমিটির মহাপরিচালক লি রংরং বলেছেন, চীনের জাতীয় পুঁজি তত্ত্বাবধান ও পরিচালনা কমিটি চীনের সরকারী বৃহত্ শিল্প-প্রতিষ্ঠানগুলো জ্বালানী সম্পদ সাশ্রয় ও নিঃসরণ কমানোর লক্ষ্য বাস্তবায়নের পরিস্থিতি কঠোরভাবে পরীক্ষা করবে। তিনি বলেছেন, এ পরীক্ষা হবে এসব শিল্প-প্রতিষ্ঠানের দায়িত্ববান কর্মকর্তাদের পরীক্ষার একটি অংশে পরিণত হবে। যদি এসব শিল্প-প্রতিষ্ঠান জ্বালানী সম্পদ ও নিঃসরণ কমানোর লক্ষ্য বাস্তবায়ন না করে, তাহলে তাদের কর্মকর্তাদের ওপর শাস্তি দেয়া হবে। তিনি আরো বলেছেন,

(রে ২)

'যদি তাঁরা ভালভাবে জ্বালানী সম্পদ সাশ্রয় ও নিঃসরণ কমানোর লক্ষ্য বাস্তবায়ন না করেন, তাহলে তাঁরা দায়িত্বজ্ঞানহীন ও শিল্প-প্রতিষ্ঠান নেতৃত্ব দেয়ার যোগ্যতা নয়।'

আমরা লি রংরং'র কথা থেকে জানা গেছে, চীন সরকার জ্বালানী সম্পদ সাশ্রয় ও নিঃসরণ কমানোর কাজের ওপর অনেক সজাগ দৃষ্টি রাখে। আসলে চীনের সরকারী বৃহত্ শিল্প-প্রতিষ্ঠানগুলোও এ কাজের ওপর বেশি সজাগ দৃষ্টি রাখে। চীনের অ্যালুমিনিয়াম শিল্প কোম্পানি হল চীনের বৃহত্তম অলোহ ধাতু শিল্প-প্রতিষ্ঠান। এই কোম্পানির ভাইস ডেপুটি জেনারেল ম্যানেজার লিউ ইয়ৌছিং বলেছেন, কোম্পানিটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দুষিত পানির শূন্য নিঃসরণ বাস্তবায়িত হয়েছে। তিনি আরো বলেছেন,

(রে ৩)

'২০০৬ সালে আমাদের শিল্প-প্রতিষ্ঠান নিঃসরণ পানি পুনঃব্যবহারের জার শতকরা ৮৮ ভাগ ছিল। এ বছরে আমাদের কোম্পানি পানি ব্যবহারের পরিমাণ ২০০৫ সালের চেয়ে শতকরা ৩৫ ভাগ কমেছে। বেশির ভাগের শাখা শিল্প-প্রতিষ্ঠান দুষিত পানির শূণ্য নিঃসরণ বাস্তবায়ন করেছে।'

বিদ্যুত্ উত্পাদিত শিল্প ব্যাপক জ্বালানী সম্পদ ব্যবহার করে। চীনের হুয়ানেং কোম্পানির ডেপুটি জেনালের ম্যানেজার উ রুওসি বলেছেন, চীনের প্রধান ব্যবহৃত জ্বালানী সম্পদ হল কয়লা। সেজন্য চীনের বিদ্যুত্ উত্পাদিত শিল্পের প্রধান ব্যবহৃত জ্বালানী সম্পদ হল কয়লা। কিন্তু পুঁজি ও প্রযুক্তির কারণে স্থায়ীভাবে চীনের বিদ্যুত্ শিল্পে কয়লা সম্পদ বেশি ব্যবহার ও ভিষন দুষণের সমস্যা রয়েছে। তিনি বলেছেন, হুয়ানেং কোম্পানি অব্যাহতভাবে যোগ্যতা, জ্বালানী সম্পদ সাশ্রয় ও পরিবেশ সুরক্ষার আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কয়লা দিয়ে উত্পাদিত বিদ্যুত্ সবুজি জ্বালানী সম্পদে পরিবর্তনের চেষ্টা করছে। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য হুয়ানেং কোম্পানি তিন বছরের আগে 'কয়লা দিয়ে উত্পাদিত সবুজি বিদ্যুত্' নামক পরিকল্পনা চালাতে থাকে।

উ রুওসি বলেছেন, সবুজ বিদ্যুত্ উত্পদিত প্রযুক্তি সাধারণ প্রযুক্তির চেয়ে দু'টি স্পষ্ট প্রাধান্য রয়েছে। তিনি আরো বলেছেন,

(রে ৪)

'এক, সবুজ বিদ্যুত্ উত্পাদিত প্রযুক্তি ব্যাপকভাবে কয়লা বহুমূখী ব্যবহৃত যোগ্যতা উন্নয়ন করেছে। এটি সাধারণ যোগ্যতার চেয়ে শতকরা ১০ ভাগ বেড়েছে। দু'ই, দুষিত গ্যাসের শূণ্য নিঃসরণ বাস্তবায়িত হয়েছে।'

এছাড়া, চীনের বহু শিল্প-প্রতিষ্ঠান উত্পাদনের প্রক্রিয়ায় যথসম্ভব জ্বালানী সম্পদ কমানোর চেষ্টা করছে।

বিশেষজ্ঞরা বলেছেন, চীনের সরকারী বৃহত্ শিল্প-প্রতিষ্ঠানগুলো জ্বালানী সম্পদ সাশ্রয় ও নিঃসরণ কমানোর কারণ শুধু যে জ্বালানী সম্পদ পরিবেশ পুর্ণাংগের জন্য অবেদন রাখা তা নয়, বরং নিজের যোগ্যতা উন্নয়ন, খরচ কমানো ও আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার উন্নয়ন করা। চীনের অ্যালুমিনিয়াম কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার লিউ ইয়ৌছিং বলেছেন, জ্বালানী সম্পদ সাশ্রয় ও নিঃসরণ কমানোর লক্ষ্য শিল্প-প্রতিষ্ঠানগুলোর অনুকূল। তিনি আরো বলেছেন,

(রে ৫)

'জ্বালানী সম্পদ সাশ্রয় ও নিঃসরণ কমানো কাজের গভীর চালানোর মাধ্যমে শুধু যে কোম্পানির জ্বালানী সাশ্রয় ও পরিবেশ সুরক্ষা ত্বরান্বিত হয়েছে তা নয়, বরং শিল্প-প্রতিষ্ঠানগুলো নিজের পরিচালনা ও উন্নয়নের গুণগতমান অনেক উন্নীত হয়েছে। যাতে প্রধান প্রযুক্তি অব্যাহত পুর্ণাংগ ও পণ্যদ্রব্যের গুণগতমান স্থিতিশীলভাবে উন্নয়ন করা যায়।'

তিনি বলেছেন, চীনের অ্যালুমিনিয়াম কোম্পানি অন্যান্য বৃহত্ শিল্প-প্রতিষ্ঠানের সঙ্গে আরও এক ধাপ জ্বালানী সম্পদ সাশ্রয় ও নিঃসরণ কমানোর কাজ ত্বরান্বিত করতে। যাতে শিল্প-প্রতিষ্ঠাগুলোর সুষ্ঠু উন্নয়ন ত্বরান্বিত ও সমাজের জন্য অবদান রাখা যায়।