v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-01 18:35:59    
চীন-আসিয়ান চতুর্থ অর্থনৈতিক ও বাণিজ্য মেলা সাফল্যের সঙ্গে শেষ হয়েছে

cri
    চতুর্থ চীন-আসিয়ান মেলা এবং বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত শীর্ষ বৈঠক ৩১ অক্টোবর চীনের নান নিন শহরে সমাপ্ত হয়েছে । চীন ও আসিয়ানের দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টায় বর্তমান মেলা ও শীর্ষ বৈঠক সফল হয়েছে । মেলা ও বৈঠকে অংশগ্রহণকারী বিভিন্ন দেশ এর গভীর মূল্যায়ন করেছে ।

    চীন-আসিয়ান মেলা এবং বাণিজ্য ও বিনিয়োগ বৈঠকের সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান ও মহাসচিব , কুয়াং সি চুয়াং স্বায়ত্বশাসিত অঞ্চলের ভাইস চেয়ারমান লি চিং চাও বলেন , বর্তমান মেলা ও শীর্ষ বৈঠক অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেন , প্রদর্শনী আয়োজন ও প্রভাব বিস্তার ক্ষেত্রে আগের তিনটি মেলা ও বৈঠকের আয়োজনকে ছাড়িয়ে গেছে । এ মেলা ও বৈঠক চীন ও আসিয়ানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে তরান্বিত করেছে ।

    জানা গেছে , মেলা চলাকালে বিভিন্ন দেশের সরকারী প্রতিনিধিদের মধ্যেও বৈঠক অনুষ্ঠিত হয়েছে । এ সব বৈঠকে ব্যাপক মতৈক্য এবং লক্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে । চীন ও আসিয়ানের সদস্য দেশগুলোর মন্ত্রী পর্যায়ের পদস্থ কর্মকর্তারা বন্দর , বন , গুণগত মান তত্ত্বাবধান ও দারিদ্র বিমোচন ক্ষেত্রের অনেক অধিবেশনে অংশ নিয়েছেন এবং চীন ও আসিয়ানের দেশগুলোর মধ্যে বন্দর সহযোগিতা সংক্রান্ত ' নাননিং ঘোষণা' , পণ্যদ্রব্যের গুণগত মান তত্ত্বাবধান সহযোগিতা সম্পর্কিত ' নাননিং যৌথ ঘোষণা' এবং দারিদ্র বিমোচন সংক্রান্ত ' নাননিং প্রস্তাব' গৃহীত হয়েছে ।

    চীন -আসিয়ান মেলার আকারও আগের চেয়ে অনেক বড় হয়েছে । মেলার একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , এ মেলায় মোট ১৯০০টি শিল্পপ্রতিষ্ঠানের ৮৩০০জন ব্যবসায়ী অংশ নিয়েছেন । দর্শক সংখ্যাও ৩৫ হাজার ছাড়িয়েছে । ৩১ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত এ মেলায় বাণিজ্যিক লেনদেন হয় এক শ' ৪২ কোটি মার্কিন ডলার । এটা গত বছরের চেয়ে ১২ শতাংশ বেশি । মেলায় মোট ১৮২টি আন্তর্জাতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে । সহযোগিতা চুক্তিগুলোতে বিনিয়োগের পরিমান ৬ বিলিয়ন ১৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার , এটা গত বছরের চেয়ে ৫.৩ শতাংশ বেশি । শুধু চীনের সেনচেনে থাইল্যান্ডের সুগন্ধী চাল রফতানি চুক্তির মূল্যই ১১ কোটি মার্কিন ডলার ।

    এ মেলায় অংশ নেয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা মেলার গভীর প্রশংসা ও মূল্যায়ন করেছেন । কম্পুচিয়ার বাণিজ্য মন্ত্রী ছাম প্রাসিদ সি আর আই'র সংবাদদাতাকে বলেন , বর্তমান মেলা আগের তিনটা মেলার চেয়ে সমন্বিত ও সুষ্ঠু। চীন ও আসিয়ানের দেশগুলোর অনেক শিল্পপ্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে । প্রদর্শনীতে কাম্পুচিয়ার প্রদর্শনী স্টলের সংখ্যা ৬০টি । মেলায় অংশ নেয়া শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যাও আগের চেয়ে বেশি । চীন ও কাম্পুচিয়ার সহযোগিতার ভবিষ্যত উজ্জ্বল। মেলা একটি সেতুর মতো চীন ও কাম্পুচিয়ার জনগণকে সংযুক্ত করেছে এবং আরো বেশি লোকের কাম্পুচিয়াকে জানা এবং আরো বেশী পণ্যদ্রব্যের কাম্পুচিয়ায় প্রবেশের সুযোগ সৃষ্টি করেছে ।

    আসিয়ানের সবিবালয়ের সহকারী মহাসচিব নিকোলাস তানদি দামেন বলেন , এ মেলা হল এ বছর চীন ও আসিয়ানের দেশগুলোর মধ্যে একটি প্রধান বাণিজ্যিক বিনিময় কর্মসূচী । মেলাটি সফল হয়েছে । মেলায় অংশ নেয়া ব্যবসায়ীর সংখ্যা অনেক বেড়েছে , বন্দর উন্নয়ন ও খাদ্যের নিরাপত্তা নিশ্চিত ক্ষেত্রে মতবিনিময় করা হয়েছে এবং চীন -আসিয়ান অবাধ বাণিজ্যিক অঞ্চল প্রতিষ্ঠার কাজও তরান্বিত হয়েছে।

    জানা গেছে , পঞ্চম চীন -আসিয়ান মেলা আগামী বছরের ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নাননিংয়ে অনুষ্ঠিত হবে । আগামী বছরের মেলায় বাণিজ্যিক লেনদেন ছাড়াও বিনিয়োগ সহযোগিতা ও গ্রামাঞ্চলে ব্যবহার্য প্রযুক্তি প্রাধান্য পাবে ।