চীন-রাশিয়া অর্থনীতি, শিল্প ও বাণিজ্য ক্ষেত্রের দ্বিতীয় শীর্ষ ফোরাম এ মাসে রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত হবে। দু'দেশের সরকারী সংস্থা এবং শিল্প ও বাণিজ্য ক্ষেত্রের প্রায় ১ হাজার প্রতিনিধি ফোরামে অংশ নেবেন।
জানা গেছে, অংশগ্রহণকারী প্রতিনিধিগণ 'পারস্পরিক উপকারিতা ও উভয়ের জন্য কল্যাণ এবং অভিন্ন ভবিষ্যত্ নির্মাণকে' কেন্দ্র করে চীন-রাশিয়া আর্থ-বাণিজ্যিক উন্নয়নের ধারণা ও ব্যবস্থা নিয়ে আলোচনা করবেন। যাতে দু'দেশের স্থানীয় এলাকা ও শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা আরো গভীরভাবে ত্বরান্বিত করা যায়। এবারের ফোরামের প্রধান কর্মসূচীর মধ্যে রয়েছেঃ ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশন ও ৮টি বিশেষ তত্পরতা। চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও এবং রাশিয়ার প্রধানমন্ত্রী ভিক্টোর জুবকোভ ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেবেন এবং ভাষণ দেবেন। (খোং চিয়া চিয়া)
|