|
 |
(GMT+08:00)
2007-11-01 17:16:54
|
জাতি সংঘ সামুদ্রিক আইন সংক্রান্ত চুক্তি অনুমোদিত
cri
যুক্তরাষ্ট্রের সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিশন ৩১শে অক্টোবর মার্কিন সরকারকে "জাতি সংঘ সামুদ্রিক আইন সংক্রান্ত চুক্তি" অনুমোদন দিতে রাজি হয়েছে। এর ওপর এক ভোটগ্রহণে পক্ষে পড়েছে ১৭টি এবং বিপক্ষে পড়েছে ৪টি ভোট। এই চুক্তি অনুমোদনের জন্যে এবার হল এই কমিশনের দ্বিতীয় বারের মত ভোটদান। ২০০৪ সালে এই কমিশনের উদ্যোগে আয়োজিত ভোটে চুক্তি অনুমোদনের সমর্থন পাওয়া গেলেও সিনেটে সিদ্ধান্ত নেয়ার জন্যে প্রস্তাবটিদাখিল করা হয়নি। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, বিদেশ অথবা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সরকারের স্বাক্ষরিত চুক্তি সিনেটের তৃতীয় ভাগ সদস্যের দুই ভাগের আনুমোদন পেলে কার্যকর করা যায়। যুক্তরাষ্ট্রের তথ্য মাধ্যমগুলো ধারণা করছে যে, বতর্মানে উত্তর মেরু অঞ্চলে জ্বালানী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা দিন দিন তীব্রতর হওয়ার পরিপ্রেক্ষিতে এই বিষয়টির ওপর আলোচনা ও সিদ্ধান্ত নেয়ার জন্যে চুক্তিটি সিনেটে দাখিল করার সুযোগ সৃষ্টিহয়েছে।
|
|
|