৩১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৬২তম অধিবেশনে আলাপ আলোচনার মাধ্যমে চীনের উদ্যোগে ১৮৬টি সদস্য দেশের স্বাক্ষরের অলিম্পিক গেমস থেকে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সিদ্ধান্তে ২৯তম পেইচিং অলিম্পিক গেমস এবং তারপর প্রতিবন্ধী গেমস অনুষ্ঠানের সময় সদস্য দেশগুলোকে জাতিসংঘ সনদের কাঠামো অনুযায়ী যুদ্ধ বন্ধ করার তাগিদ দেয়া হয়েছে। উল্লেখ্য, সিদ্ধান্তে জাতিসংঘের সকল সদস্য দেশের প্রতি ক্রীড়ার মাধ্যমে শান্তি, সংলাপ ও শান্তিপূর্ণ সহাবস্থান বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।(লিলু)
|