শ্রীলংকার হাম্বানটোটা বন্দর নির্মাণের জন্য চীন ৩৬ কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে। ৩১ অক্টোবর এর নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। শ্রীলংকা সরকার আশা করে, প্রায় সাড়ে তিন বছরের মধ্যে এর নির্মাণ কাজ সম্পন্ন হবে।
শ্রীলংকার তথ্য মন্ত্রণালয় বলেছে, প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে এই প্রকল্পের নাম ফলকের আবরণ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী রোহিথা বোগোল্লাগামা উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, এ ধরণের বড় প্রকল্পগুলো ব্যাপক কর্মসংস্থানের সুযোগ এনে দেবে। যার ফলে শ্রীলংকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।(লিলু)
|