৩১ অক্টোবর পেইচিং সফররত জর্দানের রাজা আবদুল্লাহ দ্বিতীয় বিন হুসেইনের সঙ্গে বৈঠকের সময় চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও বলেন, চীন ও জর্দানের মধ্যে বাণিজ্যিক ভারসাম্যহীনতা ধাপে ধাপে কমানোরজন্যে দিকে চীন সক্রিয়ভাবে সংশ্লিষ্ট পদক্ষেপ নিতে ইচ্ছুক। অন্য কথায় জর্দান থেকে আমদানির পরিমাণ বাড়াবে।
ওয়েন চিয়া পাও আরও বলেন, চীন অব্যাহতভাবে বৃহত্তম শিল্প-প্রতিষ্ঠানগুলোকে জর্দানে পুঁজিবিনিয়োগ করতে উত্সাহ দেবে এবং সেবাবিশিষ্ট বাণিজ্য, প্রকল্প চালু করার ক্ষেত্রে জর্দানের সঙ্গে সহযোগিতা জোরদার করবে। চীন জর্দানে নিমার্ণাধীন চিকিত্সা, পানি সরবরাহ , বসতি নির্মাণসহ নানা রকমের সহায়তা প্রকল্প সঠিকভাবে সম্পাদন করবে। যাতে এ সব প্রকল্প দু'দেশের মৈত্রীর প্রতীকে পরিণত হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, জর্দান হচ্ছে মধ্য-প্রাচ্য অঞ্চলে চীনের গুরুত্বপূর্ণ সহযোগিতার অংশীদার। দু'দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুসংবদ্ধ ও বিকশিত করার জন্যে চীন জর্দানের সঙ্গে সম্মিলিতভাবে চেষ্টা চালাতে চায়। আবদুল্লাহ বলেন, জর্দান চীনের শিল্প-প্রতিষ্ঠানগুলোকে জর্দানে পুঁজিবিনিয়োগের জন্যে আরও ভাল পরিবেশ ও শর্ত সৃষ্টি করবে।
|