|
|
 |
| (GMT+08:00)
2007-10-31 21:01:07
|
|
ছাংও ১ উপগ্রহ সফলভাবে পৃথিবীর চূড়ান্ত কক্ষপথে প্রবেশ করেছে
cri
|
৩১ অক্টোবর বিকেল ৫টা ১৫ মিনিটে মহাকাশে উড্ডয়নরত চীনের প্রথম চাঁদ অনুসন্ধাণ উপগ্রহ সফলভাবে পৃথিবীর সর্বশেষ কক্ষপথে প্রবেশ করেছে। পেইচিং মহাশূণ্য উড্ডয়ন নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান প্রকৌশলী হুওয়াং ইয়ে জুয়েন বলেছেন, পৃথিবীর এ সর্বশেষ কক্ষপথে প্রবেশের পর উপগ্রহ প্রায় ১১৪ ঘন্টা পরিভ্রমণ করবে। আগামী ৫ নভেম্বর উপগ্রহ পৃথিবী থেকে ৪ লাখ কিলোমিটারদূরে চাঁদের কক্ষপথে প্রবেশ করবে। আমাগী নভেম্বরের শেষ দিকে উপগ্রহ প্রথমটি চাঁদের ছবি পাঠাতে শুরু করবে।
|
|
|