ধরাতলে হলুদ গাঁদার ফুল
আর নীলিমায় ভেসে চলা
শিশির ভেজা মেঘের চুল।
শিশিরের লুকোচুরি
প্রকৃতি এখন যেন মগ্ন
শীতের কুয়াশা সিক্ত
মিষ্টি রোদেলা ছোঁয়া সন্ধিক্ষণে
সি আর আই-এর কথা পরে মনে।
সি আর আই তুমি আমার মন,
তুমি আমার প্রাণ,
শত ব্যস্ততার মাঝেও তোমার কন্ঠ
আনন্দে ভরে দেয় আমার মন
তাই তোমাকেই ভালবেসে যাবো সারাক্ষণ।
---বাংলাদেশের জয়পুরহাট জেলার তিলকপুর নতুন বাজারের ওমর ফারুক রিমন। (লিলি)
|