চীনের রাষ্ট্রীয় পর্যটন প্রশাসনের প্রকাশিত সবর্শেষ এক পরিসংখ্যাণ থেকে জানা গেছে, চলতি বছরের প্রথম ন'মাসে বিদেশে চীনের ভ্রমণার্থীর সংখ্যা আবারও নতুন রেকড সৃষ্টি করে প্রায়৩ কোটি পার্সেন টাইমস হয়ে দাঁড়িয়েছে। এই পরিমাণ গত বছরের তুলনায় ১৭ শতাংশ বেশী ।
চীনের রাষ্ট্রীয় পর্যটন প্রশাসনের পর্যটন উন্নয়ন ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যর্রোর মহা পরিচালক জু সান জুন ২০শে অক্টোবর খুনমিং শহরে বলেছেন, চীন এখন বিশ্ব ভ্রমণেএশিয়ার সবচেয়ে বড় পযর্টক দেশ হয়েছে। বিদেশে চীনের ভ্রমণার্থীর সংখ্যা বাড়ার পরিমাণও বিশ্বের গড়পড়তা মানের চাইতে অনেক বেশী।
অন্য দিকে চীনের পযর্টন বাজার ক্রমেই বিশ্বের বিভিন্ন স্থানের পর্যটন ক্ষেত্রের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে। জানা গেছে, ৯২টি দেশ ও অঞ্চল ১ থেকে ৪ নভেম্বর পযর্ন্ত খুনমিং শহরে অনুষ্ঠেয় চীনের আন্তর্জাতিক পর্যটন বিনিময় মেলা ২০০৭-এ অংশ নেবে।
|