চীন-আসিয়ান চতুর্থ মেলা ৩১ অক্টোবর দক্ষিণ-পশ্চিম চীনের নাননিং শহরে শেষ হয়েছে। এবারের মেলার লেন-দেন হয়েছে প্রায় ১৪২ কোটি মার্কিন ডলার। গত বছরের অনুরূপ সময়ের তুলনায় তা ১২ শতাংশ বেশী।
চীন-আসিয়ান মেলার সাংগঠনিক কমিটির উপ-পরিচালক ও মহাসচিব লি চিনচাও বলেন, এবারের মেলায় ১৮২টি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। এতে পুঁজি বিনিয়োগের মোট মূল্য ৬১০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। আগের মেলার চেয়ে পরিমাণ ৫ শতাংশ বেশী।
এবারের মেলা ২৮ থেকে ৩১ অক্টোবর নাননিং শহরে অনুষ্ঠিত হয়। তার প্রসঙ্গ ছিল বন্দরের সহযোগিতা। চীন-আসিয়ান পঞ্চম মেলা আগামী বছর ২০ থেকে ২৩ অক্টোবর নাননিং শহরে অনুষ্ঠিত হবে। (লিলি)
|