জাতিসংঘ সাধারণ পরিষদের ৬২ তম অধিবেশনে ৩০ অক্টোবর নিরংকুশ ভোটে গৃহীত এক প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে যত তাড়াতাড়ি সম্ভব কিউবার উপর আরোপিত তার ৪৬ বছরের অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। ১৯৯২ সালের পর একটানা ১৬ বছর ধরে জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে কিউবার উপর থেকে আরোপিত অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের আহ্বান সম্পর্কিত প্রস্তাব গৃহীত হয়।
প্রস্তাবে বলা হয়েছে, বহু বছর ধরে যুক্তরাষ্ট্র জাতিসংঘের ধারাবাহিক প্রস্তাব ও অনুরোধ উপেক্ষা করে কিউবার উপর অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ জোরদার করেছে। এটি কিউবার জনগণের ওপর প্রতিকূল প্রভাব ফেলেছে। প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ সনদ মেনে চলা এবং যথাযথ ব্যবস্থা নিয়ে অবরোধ প্রত্যাহার করার তাগিদ দেয়া হয়েছে।
জাতিসংঘে চীনের স্থায়ী উপ-প্রতিনিধি লিউ চেনমিন এদিন জাতিসংঘে কিউবা সম্পর্কিত খসড়া প্রস্তাবের ওপর আলোচনার সময় বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত যত তাড়াতাড়ি সম্ভব কিউবার উপর থেকে অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ প্রত্যাহার করা এবং বৈরিতার বিনিময়ে সংলাপ এবং অবরোধ ও শাস্তির পরিবর্তে সংলাপ ও বিনিময় করা। (লিলি)
|