ব্রাজিল ২০১৪ সালের পুরুষদের ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতার স্বাগতিক দেশ হবে । জার্মানী ২০১১ সালের নারীদের ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতার স্বাগতিক দেশ হবে । আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান সেপ ব্লাটার গত মংগলবার জুরিখে এ কথা ঘোষণা করেছেন ।
সংশ্লিষ্ট নিয়ম অনুসারে ২০১৪ সালে দক্ষিণ আমেরিকার কোনো একটি দেশ পুরুষদের ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করবে । এবার দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে শুধু ব্রাজিল এ প্রতিযোগিতার স্বাগতিক দেশ হওয়ার জন্যে আবেদন জানিয়েছে ।
ব্রাজিল ১৯৫০ সালে চতুর্থ বিশ্বকাপের আয়োজন করেছিল এবং শেষ পর্যন্ত রানার্সআপ হয় । বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল দল হল একমাত্র দল , যে দল সমস্ত ১৮টি বিশ্বকাপের ফাইনাল পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং ৫বার শিরোপা অর্জন করেছে ।
প্রতিদ্বন্দ্বী ক্যানাডাকে পরাজিত করে জার্মানী নারী ফুটবল বিশ্বকাপের স্বাগতিক হওয়ার যোগ্যতা অর্জন করেছে । সর্বশেষ দুটি বিশ্বকাপেও জার্মানী চ্যাম্পিয়ন হয়েছে ।
|