চীন মধ্যপ্রাচ্য সমস্যার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি প্রচেষ্টাকে সমর্থন করে । ৩০ অক্টোবর পেইচিংয়ে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও সফররত জর্দানের রাজা আবদুল্লাহ দ্বিতীয় বিন হোসেনের সংগে এক বৈঠকে এ কথা বলেছেন ।
মধ্যপ্রাচ্য সমস্যা সম্পর্কে হু চিন থাও বলেন , চীন আরব শান্তি প্রস্তাবসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি প্রচেস্টাকে সমর্থন করে এবং আশা করে যে , সংশ্লিষ্ট পক্ষগুলো জাতি সংঘের প্রস্তাব অনুসারে সংলাপ ও পরামর্শের মাধ্যমে সুষ্ঠুভাবে তাদের বিরোধ মিটিয়ে ফেলবে এবং শান্তিপূর্ণ সহঅবস্থান বাস্তবায়ন করবে । চীন জর্দানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সংগে মিলে মধ্যপ্রাচ্যের সার্বিক , ন্যায়সংগত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা পালন করবে ।
রাজা আবদুল্লাহ বলেন , মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় চীন যে গঠনমূলক ভূমিকা নিয়েছে , জর্দান তার প্রশংসা করে । জর্দান আশা করে যে , ভবিষ্যতেও চীন মধ্যপ্রাচ্য সমস্যার সমাধানে ইতিবাচক ভূমিকা পালন করবে ।
|