উ ই চীন-কাজাখস্তান সহযোগিতা কমিশনের চতুর্থ অধিবেশনে অংশ নেবেন
cri
 চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিও জিয়েন চাও ৩০শে অক্টোবর পেইচিংএ ঘোষণা করেছেন, কাজাখস্তানের উপ প্রধান মন্ত্রী , চীন-কাজাখস্তান সহযোগিতা কমিশনের কাজাখস্তান পক্ষের চেয়ারম্যান ইমিরজাক সুকীফের আমন্ত্রণে চীনের উপ প্রধান মন্ত্রী উ ই আগামী ৭ নভেম্বর আসতানায় অনুষ্ঠেয়চীন-কাজাখস্তান সহযোগিতা কমিশনের চতুর্থ অধিবেশনে অংশ নেবেন।
|
|