|
|
(GMT+08:00)
2007-10-30 19:51:21
|
পৃথিবী থেকে চীনের " ছাংও ১" চাঁদ অনুসন্ধাণকারী উপগ্রহের দূরত্ব এখন ১ লাখ ২০ হাজার কিলোমিটার
cri
৩০শে অক্টোবর বিকেল ৫টা ৪০ মিনিটে মহাকাশে উতক্ষেপিত চীনের প্রথম চাঁদ অনুসন্ধাণকারী উপগ্রহ " ছাংও ১" পৃথিবী থেকে ১ লাখ ২০ হাজার কিলোমিটার দূরে কক্ষপথে প্রবেশ করেছে। এই দূরত্ব চীনের মহাশূণ্য যানের উড্ডয়নের পযর্বেক্ষণ ও নিয়ন্ত্রণের নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। পেইচিং মহাশূণ্য উড্ডয়ন নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিচালক জু মিন ছাই করে বলেছেন, ২৯শে অক্টোবর সন্ধ্যা ৬টা ১ মিনিটে " ছাংও ১" উপগ্রহ সফলভাবে তৃতীয় বার আরেকটি কক্ষপথে প্রবেশ করেছে। এখন পযর্ন্ত উপগ্রহ পৃথিবীকে ঘিরে ৭ বার পরিভ্রমণ করেছে। পরিকল্পনা অনুযায়ী, " ছাংও ১" উপগ্রহ ৩১শে অক্টোবর চতুর্থবার আরেকটি কক্ষপথে প্রবেশ করবে।
|
|
|