সুদানের দার্ফুর সমস্যায় চীন যে ভূমিকা পালন করে এসেছে তা গঠনমূলক ও সর্বজনবিদিত । এ সমস্যায় কোনো কোনো রাজনীতিবিদরা চীনের ওপর যে অভিযোগ করেছে তা দায়িত্বশীল নয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিও জিয়েন চাও ৩০শে অক্টোবর পেইচিংএ এক প্রেস ব্রিফিংএ এ কথা বলেছেন। সম্প্রতি কোনো কোনো ব্রিটিশ সিনেটর চীনকে দার্ফুর সদস্যায় দায়িত্ব বহনের কথা জানাছে ---এ প্রশ্নের উত্তরে মুখপাত্র জোর দিয়ে বলেছেন, দার্ফুর সমস্যায় চীন সমস্যায়ই গঠনমূলক ও দায়িত্ববান মনোভাব পোষণ করে। এ সমস্যায় চীনের ওপর কোনো কোনো রাজনীতিবিদ যে অভিযোগ উত্থাপনকরেছেন তা দায়িত্বশীল নয়। তারা এ সমস্যায় চীনের ভূমিকা ও নিভূর্ল মনোভাবের কথা না ভাবায় চীন দুঃখ প্রকাশকরে।
লিও জিয়েন চাও বলেন, বতর্মানে দার্ফুর সমস্যা অত্যন্ত বিপর্যয়করঅবস্থায় রয়েছে। চীন মনে করে, এ সমস্যায় জাতি সংঘ ও আফ্রিকানইউনিয়নের উদ্যোগকে সমর্থন করা উচিত। আলোচনার মাধ্যমে দার্ফুর সমস্যার রাজনৈতিকভাবে সমাধান করা উচিত।
|