v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-30 19:34:11    
গায়ক ইয়ান ওয়েই ওয়েন ও তাঁর গাওয়া চীনের লোকসংগীত

cri

 

এখন আপনারা ইয়ান ওয়েই ওয়েনের গাওয়া ইউনান প্রদেশের একটি লোকসংগীত শুনছেন। গানের নাম "বয়ে চলে ছোট্ট নদীর পানি"। ইউনানের অবস্থান চীনের দক্ষিণ-পশ্চিম দিকে। সেখানে হান, ঈ, বু ই ও হানি জাতিসহ বিশটিরও বেশি সংখ্যালঘু জাতি বসবাস করে। ইউনানের বিভিন্ন জাতির জনগণ দারুণ নাচ গান করতে পারে। সেখানকার বহু সুরেলা লোকসংগীত চীনে ব্যাপক জনপ্রিয় । "বয়ে চলে ছোট্ট নদীর পানি" হচ্ছে ইউনানের জনপ্রিয় একটি পাহাড়ী গান। গানটির সতেজ সুর সরল শান্ত ও মনোরম আবহ তৈরি করেছে। গানের কথা এমন, "আকাশে চাঁদের স্নিগ্ধ আলোয় মনে পড়ে যায় দূর পাহাড়ের বড় ভাইয়ের কথা। ভাই আমার চাঁদের মতো আকাশ জুড়ে । চাঁদটি যেন পাহাড়ের নিচে ছোট্ট নদীর বয়ে চলা পানিতে উঁকি দিছে।"

ইয়ান ওয়েই ওয়েনের জন্ম মধ্য চীনের শানশি প্রদেশে। ১৩ বছর বয়সে তিনি শানশি প্রদেশের প্রাদেশিক নৃত্য গীত দলে ঢোকেন। পরে গানে তাঁর দারুন নৈপুন্য দেখে চীনের গণ ফৌজের সাধারণ রাজনৈতিক বিভাগের নৃত্য গীত দলের সদস্য হিসেবে তাকে মনোনীত করা হয়। এরপর তিনি চীনের বিখ্যাত ওস্তাদ অধ্যাপক চিন টিয়ে লিন ও বিখ্যাত গায়ক চেন চি এর কাছে গানের তালিম নেন। এই দু'জন নামকরা শিক্ষকের কাছ থেকে তিনি সাফল্যের সঙ্গে চীনের লোকসংগীত ও পাশ্চাত্য সংগীতের মিশ্রণ ঘটিয়ে নিজস্ব স্টাইল দাঁড় করান।

এখন আপনারা ইয়ান ওয়েই ওয়েনের গাওয়া ইউনানের আরেকটি লোকসংগীত শুনছেন। গানের নাম "সুর আন্দাজ করা"। এটা হচ্ছে ইউনানের বাচ্চাদের খেলার সময়ে গাওয়ার জন্য একটি দ্বৈতসংগীত। একজন আরেকজনকে ধারাবাহিক প্রশ্ন করে, কিন্তু প্রশ্ন যাই হোক না কেন, উত্তরদাতা সুন্দরভাবে সব প্রশ্নের উত্তর দিতে পারে। গানের কথা খুব মজার।

গানের কথা এমন, "লক্ষ্মী মণি, আমি প্রশ্ন করি, তুমি উত্তর দাও। আকাশে কোন কোন জিনিস বড় হয়ে যায়? কী কী জিনিস সাগরে বড় হয়? কী কী জিনিস লম্বা হযে বাজারে বিক্রি হয়? কী কী জিনিস লম্বা হয়ে বোনের কাছে আসে? লক্ষ্মী মণি, আমি উত্তরগুলো তোমাকে শোনাবো। ছায়াপথ লম্বা, তা আকাশে বড় হয়। পদ্মপথ সাগর বড় হয়ে যায়। চালের নুডুলস লম্বা, তা বাজারে বিক্রি হয়। রেশমী সুতা লম্বা, বোনের হাতে আসে।"

ছোট বেলা থেকে ইয়ান ওয়েই ওয়েন লোকসংগীত বেশ পছন্দ করতেন। গায়ক হওয়ার পর তিনি সবসময় চীনের লোকসংগীত মঞ্চে নিয়মিত ছিলেন। ২০০৫ সাল থেকে তিনি বেশ কয়েকটি চীনা লোকসংগীতের অ্যালবাম প্রকাশ করেছেন। তিনি চীনের লোকসংগীতে আধুনিক সংগীতের উপাদান যোগ করার চেষ্টা করেন। তাঁর গাওয়া "মেষপালকের গান"সহ নানা লোকসংগীত চীনের শ্রোতাদের ব্যাপক সমাদর পেয়েছে। এখন শুনুন রাখাল-বালকের জীবন নিয়ে একটি পাহাড়ী গান।

কুইচৌ চীনের দক্ষিণ-পশ্চিম চীনে অবস্থিত। সেখানে হান, বু ই, মিয়াও জাতিসহ কিছু সংখ্যালঘু জাতির মানুষ বসবাস করেন। সেখানেও অনেক সুরেলা লোকসংগীত আছে। "সুন্দর লাল ফুল" হচ্ছে কুইচৌতে ব্যাপক জনপ্রিয় একটি পাহাড়ী গান। গানের কথার গভীর অর্থ আছে। সুর মনোরম।

এখন আপনারা চীনা শিল্পী ইয়েন ওয়েই ওয়েন এর গাওয়া কুইচৌ প্রদেশের একটি লোকসংগীত "সুন্দর লাল ফুল" শুনছেন। গানের কথা এমন, "সুন্দর লাল ফুল, সুন্দর লাল ফুল। সূর্যমুখী দিকটা সবচেয়ে বেশি লাল। অনেক দিন এখানে আসি নি। এসে দেখছি শত শত ফুল চার দিকে ফুটেছে। ফুলগুলো শুকানোর পর আবার ফুটবে। কিন্তু প্রেম চলে গেলে আর আসবে না।"

সাম্প্রতিক বছরগুলোতে ইয়েন ওয়েই ওয়েনের "পশ্চিম চীনের প্রেমের গান", "হলুদ মাটির প্রেমের গান", "লাল মাটির প্রেমের গান"সহ চীনের লোকসংগীতের অ্যালবামগুলো বেরিয়েছে। তিনি লোকসংগীতগুলোর আদি রস অক্ষুন্ন রেখে আধুনিকতা যোগ করেছেন। তাঁর গানের যন্ত্র বাদনেও আধুনিকতা রয়েছে। এখন শুনুন ইয়েন ওয়েই ওয়েনের গাওয়া আরেকটি কুইচৌ প্রদেশের লোকসংগীত। এটা হচ্ছে মিয়াও জাতির একটি গান। গানের নাম "উড়ে বেড়ায়"। ইয়ান ওয়েই ওয়েন দরাজ গলায় গানটি চমত্কার গেয়েছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)