v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-30 19:12:06    
চীনের কৃষি পণ্যের গুণগত  ও নিরাপত্তার মান আরো উন্নত হচ্ছে

cri
    চীনের কৃষি উপমন্ত্রী কাও হোন পিং ২৯ অক্টোবর পেইচিংয়ে বলেছেন , সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া কৃষিজাত পণ্যের গুণগত মানের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার কর্মসূচী থেকে ইতোমধ্যে সুফল পাওয়া গেছে । চীনের কৃষিজাত পণ্যের গুণগত ও নিরাপত্তার মান আরো উন্নত হয়েছে । একই দিন চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের আয়োজিতএকটি প্রেস ব্রিফিংয়ে উপকৃষি মন্ত্রী কাও হোন পিং এ কথা বলেছেন । তিনি বলেন , মোটের উপর বলতে গেলে চীনের কৃষিজাত পণ্যের গুনগতমান ভাল এবং নিরাপদ । কৃষিজাত পণ্যের গুণগতমান আরো উন্নত করা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরবর্তীকালে আরো ব্যবস্থা নিতে হবে ।

    সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সমগ্র চীনে কৃষিজাত পণ্যের গুণগত মান উন্নত করা ও নিরাপত্তা নিশ্চিত করার কর্মসূচী নেয়া হয়েছে । উপমন্ত্রী কাও হোন পিং জানিয়েছেন , কৃষিজাত পণ্যের গুণগত মান পরীক্ষা করে দেখার জন্য গত দু মাসে সংশ্লিষ্ট বিভাগ সমগ্র দেশের বিভিন্ন স্থানে মোট তিন লাখ আইনপ্রয়োগকারী কর্মকর্তা পাঠিয়েছে । এ কর্মসূচী সফল হয়েছে । তিনি বলেন , কৃষি মন্ত্রণালয় সম্প্রতি এক শ'টি কৃষি পণ্যের পাইকারী বাজার পরীক্ষা করেছে । পরীক্ষার ফলাফল থেকে দেখা গেছে , ৯৪ শতাংশ শাকসব্জীগতে কীটনাশক ওষুধের অবশিষ্টাংসের পরীক্ষায় , ৯৯ শতাংশ গবাদী পশুর মাংসের এবং ৯৫ শতাংশ জলজ পণ্যগুলোর ওষুধের অবশিষ্টাংশের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে । সমগ্র চীনের কৃষিজাত পণ্যগুলোর সব পাইকারী বাজারে স্থানীয় সংশ্লিষ্ট বিভাগ পরীক্ষা চালিয়েছে । এ অভিযানের আগে দেশের মাত্র ৫৬ শতাংশ পাইকারী বাজারে শাকসব্জীতে কীটনাশক ওষুধের অবশিষ্টাংশের পরীক্ষা , গবাদী পশুর মাংসের দুষণ পরীক্ষা ও জলজ পণ্যের পানির ওষুধের অবশিষ্টাংসের পরীক্ষা করা হয়েছিল ।

     কাও হোন পিং আরো বলেন , বর্তমানে চীনের ৬৭৬টি বড় ও মাঝারী শহরের কৃষি পণ্যের পাইকারী বাজারগুলোকে তত্ত্বাবধানের আওতায় আনা হয়েছে । যে সব কীটনাশক ওষুধ মানুষের জন্য বেশি ক্ষতিকর , সে সব কীটনাশক ওষুধ উত্পাদনকারী শিল্পপ্রতিষ্ঠানগুলোর উপর নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান জোরদার করা হয়েছে । কিছু বিষাক্ত কীটনাশক ওষুধের উত্পাদন বন্ধ করে দেয়া হয়েছে ।

    সাংতুং প্রদেশ হল চীনের অন্যতম প্রধানকৃষি পণ্য রপ্তানিকারী প্রদেশ । প্রতি বছর এ প্রদেশ থেকে রপ্তানি করা কৃষি পণ্যের পরিমান চীনের মোট পরিমানের তিন ভাগের এক ভাগের মত । ২০০৬ সালে সাংতুং প্রদেশের কৃষি পণ্য রপ্তানি মূল্য ছিল ৮ বিলিয়ন মার্কিন ডলার। সাংতুং প্রাদেশিক সরকারের কৃষি বিভাগের উপপ্রধান লি চান সিয়ান বলেন , কৃষি পণ্যের গুণগত মান উন্নত ও নিরাপত্তা নিশ্চিতকরণ ক্ষেত্রে সাংতুং প্রদেশ লক্ষণীয় সাফল্য অর্জন করেছে । বর্তমানে সাংতুং প্রদেশে ৯৬ শতাংশ কৃষিপণ্য কীটনাশক ওষুধের অবশিষ্টাংশের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে । সাংতুং প্রদেশের জেলা , শহর ও প্রদেশ-- এ তিন পর্যায়ের শতাধিক কৃষি পণ্যের গুণগতমান পরীক্ষা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে ।

    উপমন্ত্রী কাও হোন পিং উল্লেখ করেন , এ ক্ষেত্রেরসাফল্য অর্জিত হলেও বিভিন্ন স্থানেভারসাম্যহীনতাও দেখা দিয়েছে । তিনি বলেন , কৃষি পণ্যের গুণগত মান উন্নত করা ও নিরাপত্তা নিশ্চিত করার কাজ সাময়িক নয় । পরবর্তীকালে আমাদের প্রধান কাজ হল দীর্ঘস্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠা করা । যাতে কৃষক ও পণ্য উত্পাদনকারী শিল্পপ্রতিষ্ঠানের পণ্যের গুণগতমান উন্নত করার চেতনাকে আরো ব্যাপক করা যায় ।

    তিনি বলেন , কৃষকদের কীটনাশক ওষুধ ব্যবহার সম্পর্কিত প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ । যাতে কৃষকরা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে রাসায়নিক সার ও কীটনাশক ওষুধ ব্যবহারের পদ্ধতি আয়ত্ব করতে পারেন । বিভিন্ন স্থানে যত তাড়াতাড়ি সম্ভব কৃষি পণ্যের গুণগত মান উন্নত ও নিরাপত্তা নিশ্চিতকরণ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে । এ ব্যবস্থা প্রতিষ্ঠার পর কৃষি পণ্যের গুণগত মান উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে কৃষকদের আয়ও বাড়বে ।