তুরস্কের নিরাপত্তা বাহিনী ২৯ অক্টোবরও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির জংগীদের ওপর আঘাত করেছে।
বর্তমানে তুরস্কের নিরাপত্তা বাহিনী দক্ষিণ-পূর্ব তুরস্কের সীমান্ত সংলগ্ন অঞ্চলে তার পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার ও কিছু এলাকা অবরোধ করে রেখেছে। ফলে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির জংগীদের উত্তর ইরাকী অঞ্চলে যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির প্রায় ১শ' জঙগী সদস্য এই অঞ্চলে অবরুদ্ধ হয়ে পড়েছে। তুরস্কের বাহিনী জঙ্গী বিমান থেকে এই অঞ্চলের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সশস্ত্রযোদ্ধাদের ওপর বোমাবর্ষণও করেছে।
একই দিন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মালিম দামেস্ক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানোছের মোত্তাকির সঙ্গে বৈঠক করেছেন এবং উভয়েই কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির জংগীদের কারণে সৃষ্ট তুরস্ক-ইরাক বিবাদ কূটনৈতিক উপায়ে সমাধান করতে ইচ্ছুক। তারা বলেছেন, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির জংগীদের সন্ত্রসী তত্পরতা পুরো মধ্য-প্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলেছে। এ কারণে সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা জোরদার করা উচিত। (খোং চিয়া চিয়া)
|