চীনের জাতীয় পর্যটন ব্যুরোর একজন কর্মকর্তা ৩০ অক্টোবর ইয়ুননান প্রদেশের খুনমিং-এ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রীস ও ভারতসহ ৯২টি দেশ ও অঞ্চল খুনমিং-এ আয়োজিত চীনের ৯তম আন্তর্জাতিক পর্যটন মেলায় অংশ নেবে।
এবারের বাণিজ্য মেলা প্রথমবারের মতো দুটি দেশকে প্রধান অতিথিদেশ হিসেবে নির্বাচিত করেছে। এ দুটি দেশ হচ্ছে গ্রীস ও ভারত। চীনের জাতীয় পর্যটন ব্যুরোর এই কর্মকর্তা আরো বলেছেন, এশীয় অঞ্চলের বৃহত্তম ব্যাপকতা সম্পন্ন চীনের এ আন্তর্জাতিক পর্যটন মেলা এ পর্যন্ত আট বার অনুষ্ঠিত হয়েছে।
'৯তম আন্তর্জাতিক পর্যটন মেলা-২০০৭' ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত খুনমিং-এ অনুষ্ঠিত হবে। (খোং চিয়া চিয়া)
|