চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এশিয়া-ইউরোপ সম্মেলনের মাঝারি ও ছোট শিল্প-প্রতিষ্ঠানের বাণিজ্যিক পুঁজিবিনিয়োগ সংক্রান্ত মেলা ২৯শে অক্টোবর ছিংডাও শহরে শুরু হয়েছে।
জানা গেছে, গত সেপ্টেম্বরে ষষ্ঠ এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলনে চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের প্রস্তাব অনুযায়ী এবারের মেলা অনুষ্ঠিত হয়। এবারের মেলায় রয়েছে, প্রদর্শনী, মাঝারি ও ছোট শিল্প-প্রতিষ্ঠানের উন্নয়ন সংক্রান্ত ফোরাম, পুঁজিবিনিয়োগ ও বাণিজ্য সম্পর্কিত আলোচনা, আন্তর্জাতিক ক্রেতা সম্পর্কিক আলোচনা এবং পুঁজিবিনিয়োগের পরিবেশ ও নীতি সম্পর্কিতঅধিবেশন ।
জানা গেছে, মোট ছয় শতাধিক দেশী-বিদেশী শিল্প-প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে। এক শোরও বেশী বিদেশী শিল্প-প্রতিষ্ঠানের ক্রেতা ব্যবসায়ী এবারের মেলায় উপস্থিত ছিলেন । প্রায় এক শোটি পূঁজিবিনিয়োগকারী ব্যবসায়ী পূঁজিনিবিয়োগ সম্পর্কিত আলোচনায় অংশ নিয়েছেন। মেলাটি চার দিন ধরে চলবে।
|