চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান লু ইয়ুং সিয়াং ৩০ অক্টোবর পেইচিংয়ে বলেছেন , চীন কার্যকরীভাবে পুরাকীর্তি সংরক্ষণের কাজ চালাবে ।
এদিন " চীন গণ প্রজাতন্ত্রের পুরাকীর্তি সংরক্ষণ আইন" সংশোধন ও চালু করার পঞ্চম বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি আলোচনা সভায় লু ইয়ুং সিয়াং এ কথা বলেন ।
চীনের প্রচলিত পুরাকীর্তি সংরক্ষণ আইন আইনগতভাবে সংরক্ষণকে প্রাধান্য দেয়া , বাঁচিয়ে তোলার ওপর গুরুত্ব দেয়া এবং যুক্তিযুক্তভাবে ব্যবহার করা এবং ব্যবস্থাপনা জোরদার করার নীতি নির্ধারণ করেছে । বর্তমানে চীনে মোট ৪ লাখেরও বেশি স্থিরীকৃত পুরাকীর্তি ও যাদুঘরে সংরক্ষিত ১ কোটি ২০ লাখেরও বেশি পুরাকীর্তি রয়েছে । বিশ্ব পুরাকীর্তির সংখ্যার দিক থেকে চীনের স্থান তৃতীয় ।
আলোচনা সভা সূত্র থেকে জানা গেছে , "যাদুঘর বিধি" , বিশ্ব সাংস্কৃতিক পুরাকীর্তি ব্যবস্থাপনা বিধি" ও রেশমপথ সংরক্ষণ সংক্রান্ত বিশেষ বিধির" মত বেশ কয়েকটি বিধি অচিরেই প্রণীত হবে ।
|