|
|
(GMT+08:00)
2007-10-30 16:55:20
|
|
চীন এশিয়া - ইউরোপের মাঝারি ও ছোট শিল্পপ্রতিষ্ঠানেরসহযোগিতাকে এগিয়ে নিয়ে যাবে
cri
চীন অব্যহতভাবে এশিয়া-ইউরোপ সম্মেলনের বিভিন্ন সদস্যদেশের মধ্যে আথ-বাণিজ্যিক লেনদেন সম্প্রসারিত করবে এবং দু'পক্ষের মাঝারি ও ছোট শিল্প প্রতিষ্ঠানগুলোর সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাবে। চীনের উপ প্রধান মন্ত্রী উ ই ৩০শে অক্টোবর পেইচিংএ প্রথম এশিয়া-ইউরোপ সম্মেলনের মাঝরি ও ছোট শিল্প প্রতিষ্ঠানের মন্ত্রীদের উদ্বোধন অধিবেশনে এ কথা বলেছেন। তিনি মনে করেন, এশিয়া-ইউরোপ সম্মেলনের বিভিন্ন সদস্যদেশের সরকারের মধ্যে সহযোগিতাকে জোরদার করা উচিত, মাঝারি ও ছোট শিল্প প্রতিষ্ঠানেরমধ্যে নীতিগত বিনিময় তরান্বিত করা উচিত এবং বিভিন্ন সদস্যদেশের মাঝারি ও ছোট শিল্প প্রতিষ্ঠানগুলোর কল্যাণমূলক সংলাপের ব্যবস্থা চালানো উচিত। তা ছাড়া, বে-সরকারী সংস্থার ভূমিকাকে উদ্বুদ্ধ করে মাঝারি ও ছোট শিল্প-প্রতিষ্ঠানের আর্থ-বাণিজ্যিক সহযোগিতাকে তরান্বিত করা উচিত। সেবামূলক ব্যবস্থা সম্পূর্ণ করে মাঝারি ও ছোট শিল্প-প্রতিষ্ঠানমূলক সহায়তা প্রদানকরা উচিত। মাঝারি ও ছোট শিল্প-প্রতিষ্ঠানের প্রযুক্তি উদ্ভাবনের সামর্থ্য বাড়িয়ে এ সব শিল্প-প্রতিষ্ঠানের পুঁজিবিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারিত করা উচিত।
|
|
|