লাওস চীনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় উপকৃত হয়েছে এবং লাওস অব্যাহতভাবে দু'দেশের বহুপক্ষীয় সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাবে।
লাওসের প্রধানমন্ত্রী বুওসোন বুওফাভান ২৮ অক্টোবর চীনের কুয়াংসি নাননিং শহরে অনুষ্ঠিত চীন এবং আসিয়ারের বাণিজ্যিক বিষয় এবং পুঁজি বিনিয়োগ বিষয়ক চতুর্থ শীর্ষ সম্মেলনে এ কথা বলেছেন।
তিনি বলেন, ২০০৬ সালে লাওস এবং চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য মূল্য ২০০৫ সালের চেয়ে ৬৯ শতাংশেরও বেশী ছিল। চলতি বছরের প্রথম সাত মাসের বাণিজ্যিক মূল্য গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ১২.৯ শতাংশেরও বেশী হয়েছে। ২০০৬ সাল থেকে শুরু করে চলতি বছরের প্রথম সাত মাসে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর এবং ব্যক্তিগত উদ্যোগের পুঁজি বিনিয়োগ শীর্ষ স্থানে উঠে এসেছে।
চীন এবং আসিয়ানের বাণিজ্যিক বিষয় এবং পুঁজি বিনিয়োগ বিষয়ক চতুর্থ শীর্ষ সম্মেলন ২৮ অক্টোবর নাননিং শহরে অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের প্রসঙ্গ হলো "সৃজনশীলতা, সহযোগিতা এবং আঞ্চলিক শক্তি বৃদ্ধিকে দ্রুততর করা"। (লিলি)
|