v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-29 20:14:09    
সাংহাই সফলভাবে বিশ্ব গ্রীষ্মকালীন বিশেষ অলিম্পিক গেমস আয়োজন করেছে

cri

১১ অক্টোবর রাতে ১০ দিনব্যাপী বিশ্ব গ্রীষ্মকালীন বিশেষ অলিম্পিক গেমস ২০০৭ সাংহাইতে শেষ হয়েছে। বিশ্ব বিশেষ অলিম্পিক গেমস হল বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আয়োজিত ও সারা বিশ্বের বহুমীখী গেমস। ১৬৫টি দেশ ও অঞ্চলের ১০হাজারেরও বেশি ক্রীড়াবিদ ও কোচ সাংহাই বিশেষ অলিম্পিক গেমসে অংশ নিয়েছেন। চীন সরকার ও সাংহাই'র সাংগঠনে বিভিন্ন দেশের ক্রীড়াবিদদের মধ্য মৈত্রী বাড়ানো হয়েছে এবং সফলভাবে এবারের বিশেষ অলিম্পিক গেমস আয়োজিত হয়েছে। এখন শুনেন এ সম্পর্কে একটি প্রতিবেদন।

এবারের বিশ্ব বিশেষ অলিম্পিক গেমসের সপ্তম অনুষ্ঠানের প্রসঙ্গ হল 'সুর্য আলো ও জীবন'। সাক্সফোন বাদক কেনি জিসহ বিভিন্ন বিশ্ববিখ্যাত্ শিল্পী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ১০হাজারেরও বেশি ক্রীড়াবিদ পারস্পরিক কাছ থেকে প্রত্যাহার করতে চায় না। বিশ্ব বিশেষ অলিম্পিক গেমস বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিদেরকে খেলাধুলায় অংশ নেয়ার সুযোগ সরবরাহ করেছে। এর মাধ্যমে তাঁদের সামর্থ্য ও অস্তিত্ব প্রযুক্তি উন্নত হবে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হল এটি বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তিকে উত্সাহ ও প্রত্যয় দিয়েছে। সাংহাই বিশ্ব বিশেষ প্রতিবন্ধীর শ্লোগান হল 'I now I can'। এবারের বিশেষ অলিম্পিক গেমসে অনেক ক্রীড়াবিদ বাক্সেটবল, একেস্ট্রিয়ান, জিমানস্টিক্স, ট্র্যাক ও ফিল্ড এবং ফুটবলসহ ২৫টি ইভেন্টে সাফল্য লাভ করেছেন। তাঁরা নিজের সাহস ও অবিচলিত মোনভাব প্রদর্শন করেছেন।

আন্তর্জাতিক বিশেষ অলিম্পিক কমিটির চেয়ারম্যান টিমোথি শ্রিভার এবারের বিশ্ব বিশেষ অলিম্পিক গেমসের সাফল্যের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এবারের বিশেষ অলিম্পিক গেমস হল চীনে আয়োজিত প্রথম বিশেষ অলিম্পিক গেমস। চীনের প্রথম পর্যায়ের স্থাপনা ও সেবায় তাঁর সন্তুষ্ট। ক্রীড়াবিদরা সাফল্য করেছেন। এটি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। তিনি আরো বলেছেন, 'সাংহাই বিশ্ব বিশেষ অলিম্পিক গেমসে আমরা বুদ্ধি প্রতিবন্ধী ক্রীড়াবিদদের বিরাট পরিবর্তন দেখেছি। তাঁরা বুদ্ধি প্রতিবন্ধী থেকে ক্রীড়াবিদে পরিনত হয়েছেন। তাঁদের প্রত্যয়, সাহস অনেক বাড়ানো হয়েছে। একজন ক্রীড়াবিদ বলেছেন, আমি একজন চ্যাম্পিয়নশীপ, আমি একজন বীর।'

সাংহাই নাগরিকদের সমর্থন ছাড়া এবারের বিশ্ব বিশেষ অলিম্পিক গেমস সফল হবে না। প্রায় ৪০হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক এবারের বিশ্ব বিশেষ অলিম্পিক গেমসের সেবায় অংশ নিয়েছেন। প্রতিযোগিতায় স্বেচ্ছাসেবকরা ক্রীড়াবিদদেরকে অতি মনোযোগী যত্মআত্তি করেছেন। 'ক্রীড়াবিদদের জন্য কোমিউনিটি আমন্ত্রণ পরিকল্পনা' হল বিশ্ব বিশেষ অলিম্পিক গেমসের ঐতিহ্য। এবারের বিশেষ অলিম্পিক গেমসে সাংহাই'র ১হাজার ৮৭৭টি পরিবার এ পরিকল্পনায় অংশ নিয়েছেন। তাঁরা আন্তরিকভাবে বিভিন্ন দেশ ও অঞ্চলের ক্রীড়াবিদদেরকে নিজের বাড়িতে থাকার আমন্ত্রণ জানিয়েছেন। এ ধরণের যোগাযোগে বুদ্ধি প্রতিবন্ধী ও সাধারণ সানুষদের মধ্য আস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে পারস্পরিক গ্রহণ এবং সমতা ও আনন্দ উপভাগের বিশ্ব বিশেষ অলিম্পিক গেমসের ধারণা বাস্তবায়িত হয়েছে। প্রতিযোগিতার সময়ে প্রায় ১০ লাখ সাংহাই নাগরিক মশাল পাঠানো ও প্রতিযোগিতা প্রদর্শনের পদ্ধতিতে এবারের বিশেষ অলিম্পিক গেমসে অংশ নিয়েছেন। সমৃদ্ধ সাংহাইতে এ দশ দিনে মানবসম্মত প্রমাণিত হয়েছে।

বাংলাদেশের একজন কোচ বলেছেন, সবাই ক্রীড়াবিদ সাংহাইতে আনন্দে ১০দিন থেকেছেন। বাংলাদেশের একজন ক্রীড়াবিদ বলেছেন, চীন সরকার বরাবই বুদ্ধি প্রতিবন্ধীসহ প্রতিবন্ধী সম্পর্কে কাজের ওপর সজাগ দৃষ্টি রাখে। সেজন্য চীন সরকার এবারের বিশ্ব বিশেষ অলিম্পিক গেমস আয়োজনের ওপর গুরুত্ব দেয়। সাংহাই ২০০২ সালে বিশ্ব বিশেষ অলিম্পিক গেমস ২০০৭ আয়োজনের আবেদনের অধিকার সফলভাবে লাভের পর ভালভাবে প্রস্তুতি নিয়েছে। সাংহাই শহর ৩৪টি স্টেডিয়াম পুনঃনির্মাণ ও শহরের অবাধ স্থাপনা পুর্নাংগ করেছে। ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত চীন প্রতিবন্ধীদের জন্য চিকিত্সা পরিকল্পনা চালিয়েছে। এ পরিকল্পনার মাধ্যমে ৭৪.২১ লাখ প্রতিবন্ধী বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য পুনরুদ্ধা হয়েছেন। এবারের বিশেষ অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী ও আন্তর্জাতিক বিশেষ অলিম্পিক কমিটির কর্মকর্তা চীনের এবারের বিশেষ অলিম্পিক গেমস আয়োজন ও নিজ দেশের প্রতিবন্ধীদের শর্ত উন্নয়নের চেষ্টার প্রশংসা করেছেন। সাংহাই বিশ্ব বিশেষ অলিম্পিক গেমসের সফল আয়োজনের মাধ্যমে চীনের বিভিন্ন মহল প্রতিবন্ধী শর্তের ওপর আরো বেশি সজাগ দৃষ্টি রেখেছে।

চীনের রাষ্ট্রীয় পরিষদের উপ প্রধানমন্ত্রী হুই লিয়াংইউ বলেছেন, 'চীন সরকার প্রতিবন্ধী শর্ত মানবাধিকার শর্তের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে। প্রতিবন্ধীদের কঠোর ও প্রয়োজন অব্যাহতভাবে নিরসন করা হচ্ছে। চীন সরকার আরো কার্যকর ব্যবস্থা নিয়ে প্রতিবন্ধী শর্ত আরো দ্রুত ও সুষ্ঠুভাবে উন্নয়নের চেষ্টা করবে।'