২৯ অক্টোবর সকালে চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিংলিন পেইচিংয়ে বলেন, গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের উচিত গণকল্যাণর উপর দৃষ্টি রাখা এবং জনগণের ব্যাপক মৌলিক স্বার্থের বাস্তবায়ন, সুরক্ষা এবং উন্নয়নে সরকারের সকল কাজের মৌলিক নীতি হিসেবে নির্ধারণ করা।
তিনি সারা দেশের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের দশম স্থায়ী কমিটির ১৯ তম অধিবেশনের সমাপ্তি অধিবেশনে উপর্যুক্ত কথা বলেছেন।
তিনি জোর দিয়ে বলেছেন, কার্যকরভাবে বিজ্ঞানসম্মত উন্নয়নের লক্ষে গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের দায়িত্ব পালনের ক্ষেত্রে অবিচল থাকা, গণ-রাজনৈতিক পরামর্শের সমন্বয়, শক্তি সঞ্চয় এবং প্রস্তাব দেয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। (লিলি)
|