জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের মহাসচিব হামাদু তৌরে ২৮ অক্টোবর কিগালিতে বলেছেন, তথ্য প্রযুক্তি হচ্ছে আফ্রিকার অর্থনীতি ও সমাজ উন্নয়নের 'অনুঘটক'।
তিনি বলেন, আধুনিক তথ্য প্রযুক্তি আফ্রিকার অর্থনীতির উন্নয়ন এবং জাতিসংঘের সহস্রাব্দী উন্নয়নের লক্ষ্য দ্রুত বাস্তবায়নের অনুকূল হবে।
তিনি বলেছেন, বর্তমানে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে আফ্রিকান দেশগুলোর কিছুটা উন্নতি হয়েছে। বিশেষ করে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। তবে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে তারা এখনো পশ্চাত্পদ। আফ্রিকায় তথ্য প্রযুক্তির বুনিয়াদী ব্যবস্থায় পুঁজি বিনিয়োগ জোরদার এবং বাইরের পুঁজি আকর্ষণ করে তথ্য প্রযুক্তি শিল্পে পুঁজি বিনিয়োগ করা দরকার। (খোং চিয়া চিয়া)
|