চীন আসিয়ানের বিভিন্ন দেশ ২৯ অক্টোবর " চীন ও আসিয়ানের বন্দরের উন্নয়ন ও সহযোগিতা সংক্রান্ত যৌথ বিবৃতি প্রকাশ করেছে । তারা বন্দরগুলোর ভবিষ্যত উন্নয়ন ও সহগযোগিতার ব্যাপারে একমত হয়েছে ।
এ যৌথ বিবৃতি অনুযায়ী চীন ও আসিয়ান দেশগুলো পুঁজি বিনিয়োগের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সুবিধাজনক নীতি প্রণয়ন করবে , নিজ নিজ দেশের আইন ও বিধি অনুসারে অন্য দেশের বন্দরগুলোর বুনিয়াদি ব্যবস্থা নির্মাণ করতে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানকে উত্সাহিত ও সমর্থন করবে এবং সেমিনার ও প্রশিক্ষণ কোর্স আয়োজনের মাধ্যমে বন্দরগুলোর গঠনকাজ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে মানব শক্তি সম্পদ উন্নয়ন এবং প্রযুক্তি ও তথ্যের বিনিময় ত্বরানিত করবে । তাছাড়া উভয় পক্ষ বন্দর তত্ত্বাবধান ও নৌ চলাচলের নিরাপত্তার ক্ষেত্রেও তাদের সহযোগিতা জোরদার করবে ।
|