v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-29 18:17:02    
ডিজিটাল টেলিভিশন বদলে দিচ্ছে মানুষের জীবন

cri

    ইউরোপ, আফ্রিকা ও মধ্য-প্রাচ্যের মোট ১০১টি দেশ পরিকল্পনা অনুযায়ী ২০১৫ সালের মধ্যে তাদের সকল টেলিভিশন অনুষ্ঠান ডিজিটাল প্রযুক্তিতে রূপান্তর করবে । চীনও এই ডিজিটাল প্রযুক্তিতে টেলিভিশন অনুষ্ঠান প্রচার করার বিষয়ে এসব দেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। বর্তমানে চীনে ৪০ লাখেরও বেশি দর্শক ডিজিটাল টেলিভিশনের সুবিধা পাচ্ছেন। তারা নিজেদের চাহিদা অনুযায়ী ডিজিটাল টেলিভিশন সুবিধা ব্যবহার করছেন। এর মাধ্যমে চমত্কার অনুষ্ঠান, কেনা কাটা , চিকিত্সা ও পুঁজিবনিয়োগসহ বিভিন্ন বিষয়ে খুঁটি নাটি তথ্য মেনে তারা বাস্তবে কাজে লাগাতে পারছেন।

    ডিজিটাল টেলিভিশনের অর্থ কি ? প্রথমত টেলিভিশনের অনুষ্ঠান তৈরী , সম্পাদনা ও সম্প্রচারের সফল প্রক্রিয়ায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার । বর্তমানে বহুল ব্যবহৃত অনুকরণমূলক সঙ্কেত পদ্ধতির টেলিভিশন অনুষ্ঠানের চেয়ে ডিজিটাল সঙ্কেতের অনুষ্ঠানের মান অনেক ভাল । ছবি ঝকঝকে ও শব্দ নিখুঁত। অনুষ্ঠানে বৈচিত্র্যও আনা যায় অনেক বেশি। দ্বিতীয়ত , ডিজিটাল টেলিভিশন ব্যবহার করায় দর্শকরা যে কোন অনুষ্ঠান এক কেন্দ্রীকভাবে দেখার পরিবর্তে একসঙ্গে বহুকেন্দ্রীকভাবে উপভোগ করতে পারেন। পছন্দের কোন অনুষ্ঠান ইচ্ছে করনে পুনায়ায় দেয়ার সুযোগ আছে। আসলে ডিজিটাল টেলিভিশন অনেকটা কম্পিউটারের মতো কাজ করতে পারে। এতে পরিবারের জন্যে অনেক সুবিধা হয়।

    চীনের পূর্বাঞ্চলের হাংচৌ শহরের ওয়াং ছিনফুর বয়স এখন ৭৭ বছর । বাড়িতে টেলিভিশন আছে। তিনি ও তাঁর স্ত্রী মনোযোগ দিয়ে অনুষ্ঠান দেখেন। এক বছর আগে কেনা ডিজিটাল টেলিভিশন তাঁদের জীবনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। তিনি বলেছেন, এখন ডিজিটাল টেলিভিশনের কল্যানে আগের চেয়ে বেশি বৈচিত্র্যময় অনুষ্ঠান দেখতে পারি এবং নিজের পছন্দের বইও কিনতে পারি।" এই সপ্তাহের কোনটা বেশি জনপ্রিয়, কোনটা আমার পছন্দ, আমি ডিজিটাল টেলিভিশনের সাহায্যে কিনতে পারি। এটা জীবন অনেক সহজ করে দিয়েছে ।

    সাম্প্রতিক বছরগুলোয়, চীনের টেলিভিশনের অনুষ্ঠান তৈরী, প্রচার ইত্যাদি ক্ষেত্রে প্রাথমিকভাবে ডিজিটাল পদ্ধতি বাস্তবায়ন করেছে। পাশাপাশি চলছে অনুকরণমূলক সঙ্কেত পদ্ধতিত। চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরের ডিজিটাল টেলিভিশন লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক চেনং সিওলিন বলেছেন:" অনুকরণমূলক সঙ্কেত টেলিভিশন অনুষ্ঠানের চেয়ে ডিজিটাল টেলিভিশন ধারণক্ষমতা অনেক বেশি । অনুকরণমূলক সঙ্কেত টেলিভিশন মাত্র কয়েক ডজন সেট অনুষ্ঠান ধারণ করতে পারে। ডিজিটাল টেলিভিশন ধারণ করতে পারে কয়েক শো সেট অনুষ্ঠান এবং ক্ষমতাও অনেক বেশি। যা অনেকটা কম্পিউটারের মত সুবিধা দেয়।"

    চীন সরকার প্রণীত ডিজিটাল টেলিভিশন পদ্ধতি এগিয়ে নেওয়ার পরিকল্পনার মধ্যে রয়েছে ২০১৫ সালের মধ্যে অনুকরণমূলক সঙ্কেত পদ্ধতির টেলিভিশন অনুষ্ঠান বন্ধ করা। তখন পুরোপুরি ডিজিটাল প্রযুক্তি ব্যবহৃত হবে। চীনের জাতীয় বেতার ও টেলিভিশন সাধারণ ব্যুরোর বৈজ্ঞানিক বিভাগের উপমহাপরিচালক ওয়াং লিয়ান বলেছেন:" আমরা পূর্ব, মধ্য, ও পশ্চিম এই তিনটি অঞ্চলের পরিকল্পনা নির্ধারণ করে এবং চারটি পর্যায়ে ডিজিটাল টেলিভিশন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবো, ২০১৫ সালের মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে।"

    এ পর্যন্ত চীনে ৪০ লাখেরও বেশি দর্শক এই ডিজিটাল টেলিভিশন ব্যবহার করছে। তারা টেলিভিশনে " ডি,ভি,ডির" মত স্পষ্ট ছবি দেখতে পারে এবং সিনেমা হলের মত সংগীতের শব্দ শুনতে পারে। সঙ্গে সঙ্গে দর্শকরা শিক্ষা, সংস্কৃতি ও যোগাযোগের তাত্ক্ষনিক তথ্য পেতে পারে।

1 2